বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম অধিদফতরের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১ মে) সকাল ১০টায় নগরীর নানকিং দরবার হলের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার।
এর আগে, রাজশাহী গভারমেন্ট ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়।
রাজশাহী বিভাগীয় শ্রম দফতরের পরিচালক মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরী, বিভাগীয় শ্রম অধিদফতরের উপপরিচালক শফিকুল ইসলাম, রাজশাহী জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, ব্যবসায়ী আওয়াল খান প্রমুখ।