রাজশাহীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত নারী আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

আপডেট: মার্চ ৮, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭মার্চ) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৪ এর সহায়তায় র‌্যাব-৫ এর রাজশাহীর সদস্যরা ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করেন। শুক্রবার (৮ মার্চ) দুপুরে র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাজাপ্রাপ্ত নারীর নাম কুলসুম বেগম (৩৮)। দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় গিয়ে আত্মগোপনে ছিলেন। গোদাগাড়ী উপজেলার মাটিকাটা দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা তিনি।

র‌্যাব জানায়, ২০১৪ সালের মে মাসে রাজশাহীর পবা থানা এলাকায় মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছিলেন কুলসুম। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়। পরে জামিনে কারাগার থেকে বেরিয়ে কুলসুম আত্মগোপনে চলে যান। পরবর্তীতে আসামির অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন। রায়ে আদালত কুলসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা এই আসামিকে গ্রেপ্তার করে। ঢাকা থেকে আনার পর কুলসুমকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ