রবিবার, ২৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।
এরপর কর্মশালা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৮ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবককে যুব ঋণের ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আ. হামিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. তৌহিদুল আরিফ।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব।
অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া যুব সংগঠক মো. জাহিদুর রহমান।