রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর কাছ থেকে এন্ট্রি ফি আহবান করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত শুক্রবার রাতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাহী কমিটির এক সভায় এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহীতে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক/ ক্যামেরাপরসনরা এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন। রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে।
রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র, রেডিও স্টেশন, সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নামে টুর্নামেন্টে অংশ নেয়া যাবে। টুর্নামেন্টের এন্ট্রি ফি ধরা হয়েছে ১০০০/- (এক হাজার টাকা)। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান পাপ্পুর নিকট আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এন্ট্রি ফি জমা দেয়া যাবে।