রাজশাহীতে মিলবে কাটা ইলিশ মাছ, নেওয়া যাবে এক পিসও!

আপডেট: অক্টোবর ৯, ২০২৪, ১১:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


এবারে ইলিশের দাম আকাশ ছোঁয়া। চড়া দামে বিক্রি হওয়ার কারণে এই মাছ কেনার সামর্থ্যে নেই নি¤œআয়ের মানুষদের। তবে এই মাছ খাওয়ার সুযোগ দিচ্ছে রাজশাহীর ব্যবসায়ীরা। তাদের উদ্যোগে মিলবে কাটা ইলিশ। চাইলেও কেউ নিতে পারবে এক টুকরো মাছও।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজশাহীর সাহেববাজার মাছপট্টিতে এই মাছ পাওয়া যাবে। সকল মাছ বিক্রেতা এইভাবে মাছ বিক্রি করবেন। এই উদ্যোগ নিয়েছে সাহেববাজার মৎস্য ব্যবসায়ী সমিতি। সহযোগিতা করছে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ। এদিন মাছবাজারে আনুষ্ঠানিকভাবে কাটা ইলিশ বিক্রির উদ্বোধন করা হবে।

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানান, বাংলাদেশে এই প্রথম উদ্যোগ যা রাজশাহী থেকে শুরু হচ্ছে। কেজি হিসাবে মাছের দাম ধরা হবে। কেটে তার অংশ হিসেবে যে দাম পড়বে, ক্রেতার কাছ থেকে তাই নেওয়া হবে। চাইলেও কেউ এক টুকরোও নিতে পারবেন।

তিনি বলেন, এমনও গরিব মানুষ আছেন, যারা বছরে এক টুকরা ইলিশ খেতে পান না। তাদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গোৎসব চলছে। এ জন্য তারা এই সময়ে কেটে ইলিশ মাছ বিক্রি করার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন। ইলিশ ব্যবসায়ীরাও সম্মত হয়েছেন।

রাজশাহীর বাজারে আকার অনুযায়ী ইলিশের দাম আলাদা। ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ১০০ টাকা, ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৫০০ টাকা এবং এক কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে।

এ বিভাগের অন্যান্য সংবাদ