রাজশাহীতে মৃদু তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি, আমের জন্য ভালো

আপডেট: মার্চ ৩১, ২০২৩, ১১:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে এক সপ্তাহ ধরে মৃদু তাপপ্রবাহ বইছে। এরই মধ্যে রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে শুক্রবার (৩১ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে স্বস্তির বৃষ্টি নামে। চলে বেলা দেড়টা পর্যন্ত। এ সময়ে মোট ৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে আকাশ মেঘাচ্ছন্ন। রোদ ওঠার সম্ভাবনা নেই।

এদিকে গত কয়েক দিনের তাপপ্রবাহের কারণে আমগাছের গুটি আম ঝরে যাচ্ছিল। শুক্রবারের বৃষ্টি আমের জন্য ভালো বলে জানিয়েছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রাজশাহী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীতে এক সপ্তাহ ধরে মৃদু তাপপ্রবাহ বইছে। এর মধ্যে গত রোববার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর পরদিন সোমবার ৩৬, মঙ্গলবার ৩৫ দশমিক ৮, বুধবার ৩৫ দশমিক ৪ ও বৃহস্পতিবার ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে শুকবার বৃষ্টির কারণে তাপমাত্রা একধাক্কায় কমে ২৫ ডিগ্রিতে নেমেছে। শুকবার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। এ আবহাওয়া আগামীকালও বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া কার্যালয়। এর মধ্যে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে।

এর আগে চলতি বছরের ১১ মার্চ দুপুরে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। রাজশাহীর কয়েকটি এলাকায় ওই বৃষ্টি হয়েছিল। পরে ১৯ ও ২০ মার্চ বৃষ্টি হয় রাজশাহীতে। তখন রাজশাহীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১৮ মিলিমিটারের বেশি। এই বৃষ্টি রাজশাহী জেলার সব জায়গায় হয়েছিল। এরপর শুকবার রাজশাহীতে বৃষ্টি হলো।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, কয়েক দিন রাজশাহীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। শুকবার তাপমাত্রা অনেক কমেছে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩ দশমিক ৩ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া এমনই থাকবে। এর মধ্যে কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কা আছে।

বৃষ্টি হওয়ায় রাজশাহীতে স্বস্তি ফিরেছে। ধুলাবালু মুছে পরিষ্কার হয়েছে রাস্তাঘাট। নগররি কাজলা এলাকায় বৃষ্টি চলাকালে কথা হয় আবদুল হাকিম নামের এক অটোচালকের সঙ্গে। তিনি বলেন, রাজশাহীতে হঠাৎ করে গরম পড়ছিল। মানুষের মধ্যে ক্লান্তি চলে এসেছিল। এ বৃষ্টি সেই ক্লান্তি দূর করেছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীতে এ বছর রেকর্ড পরিমাণ আমের ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। গাছে গাছে এখন আমের গুটি ঝুলছে। এবার রাজশাহীতে ১ হাজার ৬৩ হেক্টর জমিতে আমের চাষ বেড়েছে। গতবারের তুলনায় এবার প্রায় ২০ হাজার মেট্রিক টন ফলন বাড়তে পারে। গত বছর আম চাষ হয়েছিল ১৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে। এবার বেড়ে হয়েছে ১৯ হাজার ৫৭৮ হেক্টরে। গতবার আম হয়েছিল ২ লাখ ৬ হাজার ১৫৬ মেট্রিক টন। এবার ২ লাখ ২৫ হাজার ৯১২ মেট্রিক টনের বেশি আম উৎপাদনের আশা করা হচ্ছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোজদার হোসেন বলেন, ঝড় আর শিলাবৃষ্টি ছাড়া বৃষ্টি এ সময়ে ফসলের জন্য অনেক ভালো। আমের জন্য বেশি ভালো। এ ছাড়া এ সময় পাটের বীজ বপন করা হবে। জমি প্রস্তুতে বৃষ্টির প্রয়োজন পড়ে।

এদিকে শুক্রবার (৩১ মার্চ) ছুটির দিন হওয়ায় লোকজন বাজার ঘাট করতে বের হয়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টি কারণে দুর্ভোগে পড়েন। এমন কি নগরীতে জীবীকার তাগিদে যারা অটোরিক্সা চালন ও দিন মুজুরের কাজ করেন সেসব মানুষদের ভোগান্তি পোহাতে হয়েছে। বিভিন্ন কাজ সরতে বাইরে লোকজন বের হওয়ার পর যেমন যানবাহনের ভোগান্তিতে পড়েছেন, তেমনি ফিরতি পথেও যানরবাহনের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে। বিশেষ করে বাজার করতে যাওয়া লোকজনদের দুর্ভোগে পড়তে হয়েছে বেশি।

এ বিভাগের অন্যান্য সংবাদ