রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটিই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলছে আবহাওয়া অফিস। রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এই তাপমাত্রা রেকর্ড করেছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক আবদুস সালাম জানান, রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এর আগে গত ১৪ ডিসেমম্বর রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। সেদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরো বলেন, আকাশে মেঘ নেই। আকাশ পরিস্কার আছে। রাতের দিকে তাপমাত্রা কমতে পারে। সর্বশেষ রোববার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে এসে দাঁড়িয়েছে।