শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
গত বছরের ২৮ অক্টোবর হতে ৭জানুয়ারী নির্বাচন পর্যন্ত বিএনপি’র আন্দোলনের সময় বিএনপি’র নেতৃবৃন্দের ন্যায় সারাদেশে হাজার হাজার যুবদলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। সেইসাথে চলে অমানবিক নির্যাতন। এরই ধারবাহিকতায় রাজশাহীতেও বহু নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে এই অবৈধ সরকারের আজ্ঞাবহ পেটয়া বাহিনী। ঐ সকল কারা নির্যাতিত নেতাকর্মীদের শনিবার বিকেলে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে নগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। যুবদল কেন্দ্রীয় নিবাহী কমিটি রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সভাপতি রেজাউল কবির পল, প্রচার সম্পাদক আবদুল করিম সরকার, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তানভীর হাসান সোহেল, স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক যুবদল ডা. বাছেদুর রহমান সোহেল, সদস্য এডভোকেট আশরাফ জালাল খান মনন ও এডভোকেট মেহেদী হাসান জুয়েল।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
অনুষ্ঠানে সম্মান্বিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন শিবলী ও বজলুল হক মন্টু এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজামান জনি। এছাড়াও সকল কারা নির্যাতিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নির্যাতন, খুন, গুম ও মিথ্যা মামলা দিয়ে কারাগাওে রাখা এই সরকারের নেশা এবং পেশাতে পরিণত হয়েছে। দেশের কোথাও কোন কিছু ঘটলেই বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উপরে দোষ চাপানো হচ্ছে। এটা এই অবৈধ ডামি সরকারের সংস্কৃতিতে পরিণত হয়েছে। নির্যাতন, খুন, গুম ও কারাগারে রেখে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠেনের নেতাকর্মীদের কোনভাবেই দমিয়ে রাখা যাবেনা বলে উল্লেখ কওে আসছে সরকার পতনের আন্দোলনে জাতীয়তাবাদের নির্ভিক সৈনিক হিসেবে মাঠে থাকার আহ্বান জানান তিনি। বক্তব্যে পূর্বে তিনিসহ উপস্থিত অতিথিবৃন্দ কারা নির্যাতিতদের ফুলের মালা ও উত্তরাই পড়িয়ে দিয়ে সংবর্ধিত করেন।