সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে রক্তাক্ত ভালোবাসা শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ভলান্টিয়ার্স ফাউন্ডেশন রাজশাহী মহানগর এর উদ্যোগে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পদ্মা গার্ডেন অ্যান্ড ফুড কোর্ট কনভেনশন সেন্টারে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কথাসাহিত্যিক অধ্যাপক রুহুল আমীন প্রমানিক। প্রধান আলোচক ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কবি আরিফুল হক কুমার। বিশেষ অতিথি ছিলেন, হেরিটেজ রাজশাহীর সভাপতি মো. মাহবুব সিদ্দিক, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সাবেক পরিচালক জিয়া উদ্দিন আহমেদ জিয়া, এনটিভি রাজশাহী বুরে্যা মাহফুজুল আলম, পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল আলম। ন্যাশনাল ভলান্টিয়ার্স ফাউন্ডেশন রাজশাহী মহানগর এর সভাপতি সালাহ উদ্দিন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, ন্যাশনাল ভলান্টিয়ার্স ফাউন্ডেশন রাজশাহী মহানগর এর সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।