শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
তথ্যবিবরণী :
আগামী ১৪ ডিসেম্বর,শহিদ বুদ্ধিজীবী দিবস। রাজশাহীতে এ উপলক্ষ্যে কর্মসূচিগ্রহণ করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল দশ’টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দিবসের কর্মসূচি শুরু হবে।
সাড়ে দশ’টায়জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে এগারো’টায় একইস্থানে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
সুবিধামতো সময়ে, জেলার সকল স্কুল-কলেজ মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সুবিধামতো সময়ে সকল ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।