মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে পিঠা মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর শাহ্ মখদুম কলেজ মঠে এ মেলায় ১৭টি স্টল নিয়ে শুরু হয়েছে। এই মেলা চলবে তিনদিন। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। রাজশাহী ইউমেন চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সহযোগিতায় ছিল নীরা ও প্রাইম ব্যাংক।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, রাজশাহী মহিলা টিটিসির অধ্যক্ষ শফিকুল ইসলাম, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশিষ রঞ্জন রায়, রাজশাহী টিটিসির অধ্যক্ষ এমদাদুল হক, মুক্তিযুদ্ধে তথ্য সংগ্রহক ওয়ালিউর রহমান বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী ইউমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন।