রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট: এপ্রিল ১৫, ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃর্ক বাতিল ও ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টিদের স্থায়ীভাবে চাকরিচ্যুতসহ ছয় দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১ টার থেকে নগরীর গোরহাঙ্গা রেলগেট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক ও রেলপথ অবরোধ করে সরকারি, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ফলে এই এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথে যানবাহন চলাচল করলেও পুরোপুরি রেল চলাচল বন্ধ রয়েছে। ফলে এই পথে চলাচল করা যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।

রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা ট্রেনের লাইনে অবস্থান নিয়েছে। তাই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা দিনটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে আছে। এরমধ্যে শিতলাই স্টেশনে লোকাল মল্লিকা কমিউটার এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ- পাবনার মধ্যে চলাচল করা ঢালারচর এক্সপ্রেস ট্রেন চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে ও কমিউটার ট্রেন কাঁকনহাট স্টেশনে দাঁড়িয়ে আছে। শিক্ষার্থীরা রেল সড়ক থেকে সড়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদেও স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।

উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড, এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রীয়ত, গয়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোদা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সফল শুন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে “ কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়” নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট হতে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, নির্মানাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) এ পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।

রাজশাহী পলিটেননিকের সিভিল পঞ্চম বর্ষের ছাত্র জাকির হোসেন বলেন, সাধারণ কর্মসূচির অংশ হিসেবে আমরা জেলা প্রশাসক মহাদয়ের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম। কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ বাংলাদেশ কারিগরি সচিবালয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলে। এসময় তারা মৌখিকভাবে শান্তনা দেন।

তারা ছয় দফা মেনে নেওয়ার কথা জানান। সেই শান্তনার পরিপেক্ষিতে আমরা তাদের সময় দিয়েছিলাম। কিন্তু তারা শুধু মাত্র মৌখিকভাবে জানিয়েছে। এখন পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। সেই জন্য সারাদেশে অহযোগ কর্মসূচির অংশ হিসিবে রোড ব্লক কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের দাবিগুলো অধিদপ্তর ভ্রুক্ষেপ করছে না। আমরা বাধ্য হয়ে সড়ক ও রেলপথ রোড ব্লক কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের শিক্ষার্থীরা সড়কে রয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে থাকব।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার) মিডিয়াসাবিনা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীরা সড়ক বন্ধ করে আন্দোলন করছে। যান চলাচল বন্ধ রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে।#