রাজশাহীতে সড়ক নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ১৯, ২০২৪, ৮:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীতে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।



কর্মশালায় নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

প্রশিক্ষক ছিলেন, নিরাপদ সড়ক চাই এর মহাসচিব এসএম আজাদ হোসেন।

এসময় নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার সভাপতি এডভোকেট তৌফিক আহসান টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, আরএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিক, বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক শফিকুজ্জামান ভূঞা, জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীর কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন, নিরাপদ সড়ক চাই এর সহ-সভাপতি লিটন এরশাদ, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহসিন খান, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম।

সার্বিক তত্বাবধানে ছিলেন নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম আরিফ ও সাংগঠনিক সম্পাদক ডাক্তার আমানুল্লাহ বিন আখতার আবিদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ