রাজশাহীতে সরস্বতী পূজা উদ্যাপন

আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩, ১১:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা (২৬ জানুয়ারি) বৃহস্পতিবার উদ্যাপন করা হয়েছে। সনাতন ধর্মমতে, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী ভক্তদের মানবীয় চেতনায় উদ্দীপ্ত করতে প্রতিবছর ধরাধামে আবির্ভূত হন। বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা করবেন মর্ত্যরে ভক্তকুল। ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে শিক্ষানগরী রাজশাহী সহ দেশের বিভিন্ন পূজাম-প। শাস্ত্র মতে, প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্রা কল্যাণময়ী বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করা হয়। শ্বেতশুভ্র বসনা সরস্বতী দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা থাকে। এ জন্য তাকে বীণাপাণিও বলা হয়। তাকে ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসাবে সনাতন ধর্মাবলম্বীরা আরাধনা করেন। অর্চনা ও নানা আয়োজনে সারাদেশে সরস্বতী পূজা উদযাপিত হয়।

রাজশাহী মহানগরীর কুমার পাড়াস্থ প্রফেসর ( অব:) মেঘনাদ সাহা এর নিজস্ব বাসভবন -মায়ামৃগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় .বিবি.হিন্দু একাডেমী স্কুল, রাজশাহী কলেজের হিন্দু হোস্টেল অনুষ্ঠিত হয়। এছাড়াও রাজশাহী সরকারি মহিলা কলেজ সরস্বতী পূজা উদ্যাপন-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা ও সরস্বতী পূজা উদ্যাপন কমিটি-২০২৩ এর আহ্বায়ক জনাব শিপ্রা সরকার এবং বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রতিমা স্থাপন, পূজার্চনা, পুম্পাঞ্জলি, প্রসাদ বিতরণের মাধ্যমে সরস্বতী পূজা উদ্যাপনের সমাপ্তি ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ