রাজশাহীতে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩, ১১:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে। একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ২ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৬ ডিগ্রি। শুক্রবার (১৩ জানুয়ারি) রাজশাহী সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম জানান, আবহাওয়ার পূর্ভবাসে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে রাজশাহীতে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়নি। তবে আকাশে মেঘের আনগোনা রয়েছে। তাই তাপমাত্রা বেড়েছে। শুক্রবার সকালে বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ এছাড়া সন্ধ্যা ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৭৫ শতাংশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ