রাজশাহীতে সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রা কমেছে

আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩, ৯:৪৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। ২৪ ঘণ্টার ব্যবধানে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৫ ডিগ্রি। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সন্ধ্যা থেকে রাজশাহীতে বাতাস বইছে শুরু করে।

শনিবার (৩০ ডিসেম্বর) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্র ১৬ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক এএসএম গাউসুজ্জামান বলেন, রাজশাহীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। তাই বেশি শীত অনুভূত হচ্ছে। ঘণ্টায় ২ কিলোমিটার বেগে বাতাস বইছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ