রাজশাহীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে

আপডেট: জুন ২, ২০২৪, ১১:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে একদিনের ব্যবধানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে দশমিক ৩ ডিগ্রি করে। এতে করে বেশি গরম অনুভূত হচ্ছে। এমন অবস্থায় কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অফিস।

জানা গেছে, রোববার (২ জুন) রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ছয়টা বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ ও সন্ধ্যায় ছিল ৭৫ শতাংশ। এছাড়া শনিবার (১ জুন) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষ এসএম গাউসুজ্জামান বলেন, বেশ কিছুদিন থেকে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির ঘরে রয়েছে। রাজশাহীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। তবে কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ