বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ৬ ডিগ্রি। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা কমেছে দশমিক ৩ ডিগ্রি। ফলে দিনের বেলায় তেমন শীত অনুভূত না হলেও সন্ধ্যার পরে বেশি শীত অনুভূত হচ্ছে।
আবহাওয়া অফিস বলছে- বুধবার (২৬ জানুয়ারি) থেকে আরো তাপমাত্রা কমতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আকাশে কুয়াশা রয়েছে। কুয়াশা কেটে গেলে শীত আরো বাড়বে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক এসএম রেদওয়ানুল হক জানান, মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯ টায় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ ও সন্ধ্যা ৬টায় ছিল ৭৮ শতাংশ।
এছাড়া সোমবার (২৪ জানুয়ারি) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।