রাজশাহীতে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ’লীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা ও গোয়েন্দা পুলিশ।

এদের মধ্যে দুইজন পুলিশের করা নাশকতার মামলায় গ্রেফতার হয়েছেন। অন্য চারজন গ্রেপ্তার হয়েছেন বিএনপি নেতা-কর্মীদের করা মামলায়। আর ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবদুল মালেক মণ্ডল জীবনের নিরাপত্তা চেয়ে থানায় গিয়ে আশ্রয় নিলে পুলিশ তাকেও গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ, বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, উপজেলার গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন এবং বাঘার আড়ানী পৌর আওয়ামী লীগের নেতা শহিদুজ্জামান শহিদ, বাঘার পাকুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম রেজা; গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলাম ও কামারপাড়া এলাকার আওয়ামী লীগ কর্মী আবদুল হান্নান।

শেখ হাসিনা সরকারের পতনের পর রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে এটিই প্রথম অভিযান। তাদের পুলিশের গোয়েন্দা শাখায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার আসামিদের সবাইকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হয়েছে।#