শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অভিযোগ প্রতিকার ও সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) দুপুর ২ টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) তরফদার মো. আক্তার জামীল।
সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (অপারেশন) মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ বেতার রাজশাহীর উপ আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানসহ জেলার বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।