শুক্রবার, ১ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১৭ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৬ মে) সকালে রাজশাহী ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রাজশাহী পরিচালক মুহাম্মদ জালাল আহমদ। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন মসজিদের ইমাম, ইসলামী চিন্তাবিদ ছাড়াও প্রায় দুই শতাধিক হজ যাত্রীরা উপস্থিত ছিলেন।
ইফা রাজশাহী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর রাজশাহী জেলায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি ও বেসরকারিভাবে মোট ২ হাজার জন পুরুষ ও মহিলা হজ্বে অংশগ্রহণ করবেন।