সোমবার, ২৭ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৩ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব। র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল শনিবার জেলার গোদাগাড়ী থানার ঠাকুর যৌবন গ্রামের রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোস্তাকিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি গোদাগাড়ির আর্দশ গ্রামের দুরুলের ছেলে। এ সময় আসামির থেকে ১ কেজি ৮০০ গ্রাম হেরোইন যার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা, ১ টি মোবাইল সেট, ১ টি সিমকার্ড, ১ টি মেমোরি কার্ড জব্দ করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জেলার গোদাগাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।