রাজশাহীতে ১০ গ্রেড বাস্তবায়নের জন্য সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সেও মানববন্ধন

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ।



বুধবার ( ১১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এই সময় শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার অবমূল্যায়ন মানিনা মানবো না, স্বাধীন সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, একদফা একদাবি ১০ গ্রেডের বাস্তবায়ন করতে হবেসহ নানান স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা জানান, আমরা শিক্ষা জীবন শেষ করে ১৪ হতে ১৬ তম গ্রেডে চাকরীতে প্রবেশ করে যা বৈষম্য করা হয়। তাই আমাদের যাতে যথাযত মূল্যায়ন করা হয় তার জন্য দাবি জানাচ্ছি। আমাদেরকে ১০তম গ্রেডে মর্যাদা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো এবং রাজপথে অবস্থান করার হুশিয়ারী দেন।

রাজশাহী গভ: সার্ভে ইনস্টিটিউট ও বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version