রাজশাহীতে ১৭০ গরু-মহিষসহ ১২ ভারতীয় রাখাল আটক

আপডেট: অক্টোবর ৪, ২০১৬, ১১:৪৫ অপরাহ্ণ

Rajshahi-photo-04-10-16-8-

নিজস্ব প্রতিবেদক
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে গবাদিপশু পাচারকালে ১৫২টি গরু এবং ১৮টি মহিষসহ ১২ জন ভারতীয় রাখাল আটক করেছে রাজশাহীর বিজিবি। গতকাল মঙ্গলবার ভোরে আটক করার পরে দুপুরে পতাকা বেঠকের মাধ্যমে ১২ রাখালকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজাহান সিরাজ জানান, গতকাল ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বকচর পোস্টের একটি বিশেষ টহলদল টহল কমান্ডার নায়েব সুবেদার রেজাউল করিম নেতৃত্বে  সীমান্ত পিলার ৩৪/৩-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল পরিচালনা করেন।
এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে গবাদিপশু পাচারকালে ১৫২টি গরু এবং ১৮টি মহিষসহ ১২ জন ভারতীয় রাখাল আটক করে বিজিবি। জব্দকৃত গবাদিপশুর আনুমানিক মূল্য এক কোটি উনিশ লাখ টাকা। তিনি আরো জানান, পরে পতাকা বৈঠকের মাধ্যমে ১২ জন ভারতীয় রাখালকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত গবাদিপশু রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ