শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে গেল ২৪ ঘণ্টায় ৩১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাজশাহীর আবহাওয়া অফিস এই বৃষ্টিপাত রেকর্ড করেছে। তবে বৃষ্টিপাতের ফলে কমেছে সর্বোচ্চ তাপমাত্রা।
জানা গেছে, রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ৩১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া শুক্রবারর সকাল ৬ টায় শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্র্যন্ত রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে ১৪ দশমিক ২ মিলিমিটার। বৃষ্টিপাতের ফলে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা কমলেও বেড়েছে সর্র্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজশাহীতে সর্র্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (২৩ আগস্ট) রাজশাহীতে সর্র্বোচ্চ তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি কমে দাঁড়ায় ৩১ডিগ্রি সেলসিয়াসে। আর সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি কমে দাঁড়ায় ২৬ ডিগ্রি সেলসিয়াসে।
এবিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুস সালাম জানায়, সারাদিেেন কখনো গুঁড়ি গুঁড়ি। আবার কখনো মুসলধারে বৃষ্টিপাত হয়েছে। আগামিকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।