রাজশাহীতে ২ হাজার ৫১৫ হেক্টর কমেছে পাটের চাষ

আপডেট: জুলাই ৩১, ২০২৪, ১:০২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


বৃষ্টিপাত কম হওয়ায় পাট জাগ দেওয়া ব্যাহত হচ্ছে চাষীদের। ডোবা বা খালে পানি কম থাকায় পুকুরে দিতে হচ্ছে পাটের জাগ। ফলে পানি সেচ ও পরিবহন খরচ বাড়িয়ে দিচ্ছে পাট উৎপাদন খরচ বলে জানাচ্ছে চাষীরা। তবে গত বছর বৃষ্টিপাতের পানির অভাবে পাট জাগ দেওয়ায় ভোগান্তির কারণে এবছর পাটের চাষ কমেছে ২ হাজার ৫১৫ হেক্টর জমিতে বলে জানিয়েছে কৃষি অফিস।

জানা গেছে, এবছর (২০২৪) রাজশাহীতে পাটের চাষ হয়েছে ১৭ হাজার ৮৫ হেক্টর জমিতে। গত বছর পাট চাষ হয়েছিল ১৯ হাজার ৬০০ হেক্টর জমিতে। এক বছরের ব্যবধানে এবছর পাটের চাষ কমেছে ২ হাজার ৫১৫ হেক্টর জমিতে।

কৃষি অফিস বলছে, গত বছর এই সময়ে (জুলাই মাসে) বৃষ্টিপাত হয়েছিল ১১৮ মিলিমিটার। ফলে পাট জাগ দেওয়া নিয়ে এক ধরনের সমস্যায় পড়েছিল চাষীরা। এবছর একই সময়ে বৃষ্টিপাত হয়েছে ২৭৮ মিলিমিটার। তবে এবছর পাটের বীজ বপনের সময় বৃষ্টিপাত হয়নি। তাই অনেকে পাটের পরিবর্তে ভুট্টা চাষ করেছে। ফলে এবছর বেড়েছে ভুট্টার চাষ। গত বছর ১১ হাজার ১০০ হেক্টর ভুট্টা থেকে এবছর ভুট্টার চাষ হয়েছে ১২ হাজার ৬০০ হেক্টর জমিতে। ফলে এবছর ভুট্টার চাষ বেড়েছে ১ হাজার ৫০০ হেক্টর জমিতে।

পবা উপজেলার পারিলা গ্রামের পাট চাষি ইমরান আলী জানান, গত বছর ৬ বিঘা জমিতে পাটের আবাদ করে ছিলাম। তবে এবার ৪ বিঘা জমিতে পাটের চাষ করা হয়েছে। এবার আবহাওয়া তেমন ভালো না। কারণ বৃষ্টিপাত নেই। সেই কারণে পাটের স্বাভাবিক বৃদ্ধি ঘটেনি। বর্তমানে ডোবা বা খালে পানির অভাবে। তাই চাষীরা জমির পাট কম কাটছে। তবে যে উপজেলাগুলোর ডোবায় পানি আছে তারা পাট কেটে জাগ দিচ্ছে। অনেকেই আবার পুকুরে পানি দিয়ে পাটের জাগ দিচ্ছে।

পাট চাষি আব্দুর রহিম ম-ল জানান, পাট চাষের পরে পানির অভাব হলে জাগ দেওয়াটা একধরনের চ্যালেঞ্জ হয়ে যায়। তখন অনেকে পুকুর ভাড়া নেই। কেউ বা পুকুরে পানি সেট দিয়ে পাটের জাগ দেয়। তবে গত বছর পাটের দাম ভালো ছিল। তাই এবছর অনেকে পাট চাষ করেছেন। পাট জাগ দিতে বর্তমানে পানির সমস্যা। অনেকে পাট কেটে জমিতে ফলে রেখেছে।

গেল বছর পাট চাষ করে পানির অভাবে জাগ দিতে বেগ পেতে হয়েছিল পবার দারুশা এলাকার করিম আলীকে। তিনি বলেন, গত বছর পাট কাটার পড়ে জমিতে ফেলে রাখতে হয়েছিল। কারণ ডোবাতে পানি ছিলনা। ফলে অনেক পাট নষ্ট হয়ে গিয়েছিল। তাই এবছর পাট ১ বিঘা জমিতে চাষ করেছেন তিনি। তিনি আড়াই বিঘা জমিতে এবছর ভুট্টার চাষ করেছেন।

এ বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. উম্মে সালমা বলেন, রাজশাহীতে পাটের চাষ কমছে। তবে বেড়েছে ভুট্টার চাষ। এবছর পাট জাগ তেমন সমস্যা হচ্ছে না। কয়েকদিন আগে বৃষ্টিপাতের ফলে মানুষ ভালোভাবে পাট জাগ দিতে পাড়ছে। গত বছরের জুলাই মাসের তুলনায় এবছর জুলাই মাসে ১০০ মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ