শনিবার, ২০ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে রাজশাহীতে ৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার (১১ মে) বিকেলে এই বৃষ্টিপাত রেকর্ড করেছে রাজশাহীর আবহাওয়া অফিস। এর আগে মঙ্গলবার দুই দফায় ৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয় রাজশাহীতে।
রাজশাহী আবহাওয়া অফিস বলছে- দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ ও সন্ধ্যা ৬টার দিকে ১০০ শতাংশ।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান জানান, রাজশাহীতে ৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আকাশে মেঘ রয়েছে; বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।