বুধবার, ২৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৫ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের পরিচিতি এবং আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীর উন্নয়ন অব্যাহত থাকবে। রাজশাহী শিল্প নগরীতে পরিণত হবে। সরকার উন্নত দেশ বিনির্মাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। গতকাল রোববার সকাল ১১টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ জুড়ে উন্নয়নের সুবাতাস বইছে। দেশের অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণের কাজ চলছে। বিশ্বের মানচিত্রে সম্ভাবনাময় দেশ হিসেবে পরিচিত হয়েছে। বিএনপির সময় মিনু দীর্ঘদিন মেয়র থাকার পরেও রাজশাহীর উন্নয়নে কোন কাজ করেন নি। কিন্তু আমি (লিটন) মেয়র থাকাকালীন সময়ে রাজশাহীর রুপরেখার পরিবর্তন করে দিয়েছি। বর্তমানে রাজশাহীর উন্নয়ন চলমান রয়েছে। নগরীর রাস্তাঘাট, বিদ্যুৎ, রেল যোগাযোগ ও বিমানবন্দর উন্নত করা হয়েছে। এজন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়্যারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বজলুর রহমান, নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহিলা সম্পাদিকা ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ সদস্য ইয়াসমিন রেজা ফেন্সি, সাবেক ছাত্রনেতা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ সদস্য হাবিবুর রহমান বাবু, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সভাপতি বদরুজ্জামান খায়ের, সাধারণ সম্পাদক আব্দুস সোহেল।
সভায় বক্তব্য দেন, আরডিএ কর্মচারী লীগের সহ-সভাপতি কামাল রেজা, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের যুগ্মসম্পাদক শরীফ আলী মুনমুন, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী আফতাব উদ্দিন, নুরুল হুদা সরকার, ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আরডিএ মার্কেটের সভাপতি ফরিদ মামুদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি মোতাহার হোসেন, আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক তৌফিক এলাহী, সদস্য শরিফুল ইসলাম সাগর, রফিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক লীগ আরবিআর শাখার সাধারণ সম্পাদক মেহেদি হাসান, রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক আকতার আলী, রাকাব সিবিএ’র সাধারণ সম্পাদক আবু নাঈম, ফজলে রাব্বি। সভা পরিচালনা করেন, আরডিএ কর্মচারী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন।