শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৫জুন অনুষ্ঠিতব্য রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মটরসাইকেল মার্কায় ভোট চেয়ে দিন-রাত ঘুম হারাম করে এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুন (মটরসাইকেল ) প্রতীকের ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচার-প্রচারনা চালাচ্ছেন। গত শনিবার (২৫ মে) কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট ও দোয়া চাচ্ছেন।
পাশাপাশি সাধারন ভোটারদের দিচ্ছেন মিনি স্টেডিয়ামসহ নানা প্রতিশ্রুতি। গত সারাদিন উপজেলার ভায়ালক্ষীপুর ইফসুফপুর,শলুয়া ও চারঘাট ইউনিয়নে ডাকরা বাজার,বড়বড়িয়া, বেলতলী, পরানপুর, কাকরামারি বাজার, ইফসুফপুর বাজার, চৌমহনী বাজার, বাদুরিয়া, সারদা বাজার, থানাপাড়াসহ বিভিন্ন গ্রামে এবং এলাকায় গণসংযোগ করেন তিনি। আওয়ামীলীগ, যুবলীগ নেতাদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নিকট নিবার্চনী প্রচারনা, লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা চাইলেন জেলা শ্রেষ্ঠ করদাতা কাজী মাহমুদুল হাসান মামুন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট টিপু সুলতান, থানাপাড়া গ্রামের সমাজ প্রধান ইনছান সরদার,কাউছার,শাওনসহ উপজেলা যুবলীগ ,ছাত্রনেতা কমীবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।
আসন্ন চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দীতা করছেন আওয়ামীলীগের ৩জন প্রার্থী। তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম (আনারস ), উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন ও বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাপ কিবরিয়া বিপ্লব (ঘোড়া)। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৪শত তিন।