বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৬ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরহ স্বাভাবিক হয়েছে। রোববার (৮ মে) বিকেলের পরে রাজশাহীতে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনে ভর্তি ট্যাংক লড়িগুলো ঢুকে পড়ে। তাতে তেল সরবরহ স্বাভাবিক হয়।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন, ফিলিং স্টেশন রাজশাহী বিভাগীয় মলিক সমিতির সহ-সভাপতি আবদুল আওয়াল খান চৌধুরী।
তিনি বলেন, ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের সঙ্কট ছিল। তবে ডিজেলের সরবরহ স্বাভাবিক ছিল। বিকেলের পরে রাজশাহীতে এই দু’ধরনের জ্বালানি তেলের গাড়ি ঢুকতে শুরু করে। এখন ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরহ স্বাভাবিক রয়েছে।