রাজশাহীর বিএনপিতে বুলবুল অবাঞ্ছিত

আপডেট: জানুয়ারি ২৩, ২০১৭, ১২:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে রাজশাহীর বিএনপিতে অবাঞ্ছিত ঘোষণা করেছে নগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্মমহাসচিব মিজানুর রহমান মিনুপন্থীরা। মিনুপন্থিরা নবনির্বাচিত কমিটিসহ বুলবুলকে অবাঞ্ছিত ঘোষণা করেন। একই দাবিতে গতকাল রোববার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ সমাবেশও করেন।
গত ২৭ ডিসেম্বর সাত বছর পর কেন্দ্রীয়ভাবে রাজশাহী নগর ও জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। এরপরই কমিটি বাতিলের দাবিতে মিনুপন্থিরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাজশাহী বিএনপি রক্ষা কমিটি আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, রাজশাহী বিএনপি রক্ষা কমিটির আহ্বায়ক সাবেক বিএনপির সহসভাপতি নজরুল হুদা। অন্যদের মধ্যে কমিটির সদস্য সচিব ও বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানার বিএনপির সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহ মখদুম থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মতিহার থানার বিএনপির সভাপতি আনসার আলী, সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, বিএনপি নেতা ও রাসিকের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল আলম মিলু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসনকে ভুল বুঝিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার অনুসারীদের দিয়ে মহানগর কমিটি গঠন করেছে। তাতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে সুবিধাবাদীদের কমিটিতে স্থান দেয়া হয়েছে। এই কমিটি মেনে নেয়া হবে না। অবিলম্বে কমিটি পুনর্গঠনের দাবি জানিয়ে মোসাদ্দেক হোসেন বুলবুলকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। যেখানে বুলবুলকে পাওয়া যাবে, সেখানেই তাকে প্রতিহত করা হবে।
বিএনপি রক্ষা কমিটির আহ্বায়ক নজরুল হুদা বলেন, নবনির্বাচিত কমিটিসহ মোসাদ্দেক হোসেন বুলবুলকে রাজশাহীর বিএনপিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার নেতৃত্ব রাজশাহী বিএনপির কেউ মেনে নিবে না। তাকে দায়িত্ব দেয়া মানে রাজশাহীর বিএনপিকে ধ্বংস করা। এইজন্য আমরা কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা দেয়ার আহ্বান জানাচ্ছি। যতদিন না কমিটি গঠিত হচ্ছে, আমাদের আন্দোলন চলতে থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ