রাজশাহীর বিভিন্ন স্থানে জাতীয় বিদ্যুৎ সপ্তা পালন

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ১২:১৭ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



’অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর আশেপাশের বিভিন্ন স্থানে জাতীয় বিদ্যুৎ সপ্তা পালন করা হয়েছে। গতকাল বুধবার র‌্যালি, পথসভা, আলোচনাসভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
বাঘা : দিবসটি উপলক্ষে এদিন সকালে উপজেলা পরিষদের সামনে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর বাঘা সাব জোনাল অফিসের আয়োজনে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসবায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ১ বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, থানা অফিসার ইনচার্জ আলী মাহমুদ, বাঘা সাবজোনাল অফিসের সহকারী জেনারেুল ম্যানেজার মাজহারুল ইসলাম, ইঞ্জিনিয়ার মারফত আলী প্রমুখ।
বাগমারা : নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ বাগমারা জোনাল অফিসের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান রাস্তা ঘুরে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্তরে এক আলোচনা সভায় মিলিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি) আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বিদ্যুৎ ব্যবহার ও অপচয় রোধে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন পল্লী বিদ্যুৎ বাগমারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ফসিউল আলম জাহাঙ্গির। এসময় আরো উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেনসহ পল্লী বিদ্যুৎ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
চারঘাট : এদিন বেলা ১১টায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ আয়োজনে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস চত্বর থেকে একটি র‌্যালি চারঘাট বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি চারঘাট জোনাল অফিসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চারঘাট জোনাল অফিস এর ডিজিএম আবদুল কাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা জাকিউল ইসলাম। এসময় অন্যাদের মধ্যে বক্তব্য দেন চারঘাট জোনাল অফিসের এজিএম মোহাম্মদ মনোয়ার, ওয়ারিং পরিদর্শক উত্তম কুমার, চারঘাট প্রেসক্লাবের যুগ্মসম্পাদক ওবায়দুল ইসলাম, সিনিয়র সদস্য শহিদুল ইসলাম ও সরকারী সকল দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


চাঁপাইনবাবগঞ্জ : দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের দফতরের সামনে থেকে শোভযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে হুজরাপূরে বিদ্যুৎ দফতরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, নির্বাহী প্রকৌশলী রুহুল করিম ও মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, আইনাল হক ও গোলাম মোরসালিন, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) হাসান শাহনেওয়াজ প্রমূখ। শোভাযাত্রা থেকে জ্বালানী ও বিদ্যুতের অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার প্রচারণা চালানো হয়।
শিবগঞ্জ : এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১১টার সময় আবাসিক প্রকৌশলী শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ নওজোপাডিকো লিমিটেডের উদ্যোগে উপজেলা নির্বাহী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সায়েমা খাতুন, আবাসিক প্রকৌশলী আজমুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।


সিংড়া : নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সিংড়া জোনাল অফিসের আয়োজনে বেলা ১২টায় একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সিংড়া জোনাল অফিসের ডিজিএম জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. মোমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মহাদেবপুর : মহাদেবপুর পল্লীবিদ্যুৎ সমিতির উদ্যোগে স্থানীয় বাসষ্ট্যান্ডে আয়োজিত আলোচনা সভায় পল্লী বিদ্যুৎতের ডিজিএম ফখরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎতের পরিচালক কাউসার আহম্মেদ। বক্তাগণ ১৭সালের ৩০জুনের মধ্যে মহাদেবপুর উপজেলার প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌছে দেওয়ার দৃড় প্রত্যয় ব্যাক্ত করেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
ঈশ্বরদী : দিবসটি উদযাপন উপলক্ষে ঈশ্বরদী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রি ও বিতরণ বিভাগ নওজোপাডিকা লিমিটেডের আয়োজনে এদিন সকালে বিদ্যুৎ ভবন থেকে র‌্যালি বের করে। র‌্যালি শেষে বিদ্যুৎ ভবনে নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, উপপরিচালক আলতাফ হোসেন, পিজিসিবি’র গ্রীডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী ওহিদুর রহমান ঝন্টু, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, শিল্পপতি ও ব্যবসায়ী খায়রুল ইসলাম, নূরুল ইসলাম খান, উপসহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম, ভান্ডারের উপপরিচালক শাহ আলম মজুমদার, সিবিএ সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রহিম ভূইয়া, কার্যকরী সভাপতি মাজদার হোসেন, শ্রমিক নেতা রফিকুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা দেশে বিদ্যুতের ঘাটতি পূরণে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। এসময় শ্রমিক-কর্মচারীরা ঈশ্বরদীতে গ্রাহক সেবা উন্নয়নকল্পে সার্বক্ষণিক ও তাৎক্ষনিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।