রাজশাহীর ব্যবসা-বাণিজ্যে সমস্যা ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক

আপডেট: জানুয়ারি ২৫, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:রাজশাহী অঞ্চলের ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে সমস্যা ও সম্ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১২ টায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার বোর্ডরুমে এই বৈঠক হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। বৈঠকে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সভাপতি মাসুদুর রহমান রিংকু। স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ সুমন।

বৈঠকে বক্তারা, রাজশাহী অঞ্চলের ব্যবসা বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সরকারের নীতি নির্ধারনী পর্যায়ে দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে প্রধান অতিথিকে তার স্বনামধন্য পত্রিকার মাধ্যমে তুলে ধরার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহাদৎ হোসেন বাবু, পরিচালক রিয়াজ আহমেদ খান, হারুন-উর-রশিদ, আবদুল গাফফার, নাজমুল হোসেন, আশিকুর রহমান তুহিন, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির সভাপতি রোজেটি নাজনীন, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) সভাপতি শফিকুল ইসলাম বেলাল, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ