সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:এবারের পবিত্র ইদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৬ দিনের ছুটি পেয়েছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত সংগঠন ‘রাজশাহী এডিটরস ফোরাম’ এই সিদ্ধান্ত নিয়েছেন।
এডিটরস ফোরামে’র সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল হতে ১৪ এপ্রিল পর্যন্ত রাজশাহী থেকে প্রকাশিত সকল দৈনিক পত্রিকায় ছুটি থাকবে। অর্থাৎ ১০ এপ্রিল হতে ১৫ এপ্রিল পর্যন্ত পত্রিকা প্রকাশ হবেনা। তবে, এই সময়ে পত্রিকাগুলোর অনলাইন বিভাগ চালু থাকবে।
প্রচলিত রেওয়াজ অনুযায়ী প্রতিবছর ২৯ রমজান থেকে ইদে তিন দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা। রোজা ৩০টি পূর্ণ হলে এই ছুটি চার দিনে পরিণত হয়। সে হিসাবে ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত নির্ধারিত ছুটি।
এবার ইদের ছুটির এক দিন পর ১৪ এপ্রিল পহেলা বৈশাখ হওয়ায় ঐ দিনও পত্রিকা অফিসগুলো ছুটি থাকবে। এ জন্য ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী এডিটরস ফোরাম।