শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে গতকাল ল্যাবরেটরি সরকারি হাই স্কুল ১৪ রানে হারায় দারুস সালাম মার্দ্রাকে। টসে জয়ী ল্যাবরেটরি খেলতে নেমে ৪২.৩ ওভারে কটি উইকেট খুইয়ে ১৭৬ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ তুষার ৫৪ ও সোহেল ১৯ রান করে। বিপক্ষে সজিব ২৭ রান খুইয়ে৩টি,সাব্বির ৩০ রান খুইয়ে ২টি ও জুবায়ের ২৪ রান খুইয়ে ৪ টি উইকেট নেন। জবাবে দারুস সালাম খেলতে নেমে ৪৪.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ রোম্মান ২২ ও তুহিন ৫৯ রান করে। বিপক্ষে তুষার ৪৩ রান খুইয়ে ৩টি উইকেট নেন।
অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ মাঠে চলমান ১১ তম জাফর ইমাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গতকাল এর খেলায় গোল্ডেন সানশাইন ৫১ রানে হারায় ফ্রেন্ডস সার্কেলকে। টস জয়ী গোল্ডেন ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ সাকিব ৪৮ ও আশিক ২৬ রান করে। বিপক্ষে রিজভী ৩৫ রানে ৪টি উইকেট নেন। জবাবে ফ্রেন্ডস ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৬ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ মনোয়ার ৪১ রান করে। বিপক্ষে মনির ১৮ ও সজিব ১৪ রানে ২টি করে উইকেট নেন। দিনের অন্য খেলায় মকলেস স্মৃতি ৪৩ রানে কলাবাগান কিংসকে হারায়। টস জয়ী মকলেস ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ মনি ৪১ ও বিপুল ২৭ রান করে। বিপক্ষে ৩২ ও শন্টি ২০ রানে ২টি করে উইকেট নেন। জবাবে কলাবাগান ১৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ লজেন্স ২৭ ও আবির ২০ রান করে। বিপক্ষে ২৫ রানে সুব্রত ৯ রানে ২টি করে উইকেট নেন।