রাজশাহীর ৬টি আসনে গড় ভোট কাস্টিং ৪২ শতাংশ

আপডেট: জানুয়ারি ৭, ২০২৪, ৫:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর ছয়টি আসনে দুই-একটি বিচ্ছন্ন ঘটনা ছাড়া সুষ্ঠভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর ৬টি আসনে গড় ভোট কাস্টিং হয়েছে ৪২ শতাংশ। এরমধ্যে রাজশাহী ০১ আসনে ৪৬ শতাংশ, রাজশাহী ০২ আসনে ২০ শতাংশ, রাজশাহী ৩ আসনে ৪০ শতাংশ, রাজশাহী ০৪ আসনে ৫৩ শতাংশ, রাজশাহী ৫ আসনে ৪৬ শতাংশ ও রাজশাহী ৬ আসনে ৪৫ শতাশ।

এর আগে রোববার (৭ জানুয়ারি) সকাল দুপুর ২টা পর্যন্ত ভোট এসেছে ৩২ শতাংশ। জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। এর মধ্যে রাজশাহী ১-এ ৪০ শতাংশ, রাজশাহী ২- এ ১৬ শতাংশ, রাজশাহী ৩-এ ৩৩ শতাংশ, রাজশাহী ৪-এ ৩৫ শতাংশ, রাজশাহী ৫-এ ৩৪ শতাংশ, রাজশাহী ৬-এ ৩২.৫ শতাংশ। এর আগে ১২টা পর্যন্ত ভোট এসেছে ২২ শতাংশ। এর মধ্যে রাজশাহী-১ আসনে ভোট কাস্ট হয়েছে ৩২ শতাংশ। রাজশাহী-২ আসনে ভোট কাস্ট হয়েছে ৮ শতাংশ।

রাজশাহী-৩ আসনে ভোট কাস্ট হয়েছে ২৫ শতাংশ। রাজশাহী-৪ আসনে ভোট কাস্ট হয়েছে ২৪ দশমিক ৫০ শতাংশ। রাজশাহী-৫ আসনে ভোট কাস্ট হয়েছে ২৫ দশমিক ৫০ শতাংশ ও রাজশাহী-৬ আসনে ভোট কাস্ট হয়েছে ১৬ শতাংশ। #

এ বিভাগের অন্যান্য সংবাদ