রাজশাহীর ৮ জেলার জনগণের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

আপডেট: নভেম্বর ১১, ২০১৬, ১১:১০ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক



সরকারের উন্নয়ন কর্মকা-ের সঙ্গে তথা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান প্রচারণায় প্রান্তিক জনগোষ্ঠিকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী বিভাগের সর্বস্তরের জনগণের সঙ্গে আজ শনিবার কথা বলবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বিকেল সাড়ে ৩টায় রাজশাহী বিভাগের আটটি জেলার জনগণের সঙ্গে কথা বলবেন।
ইহসানুল করিম জানান, সরকারের উন্নয়ন কর্মকা-ের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করা তথা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোর জনগণের সঙ্গেও কথা বলবেন।
এর আগে, গত ১২ ও ১৩ জুলাই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের প্রচারণার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ৬৪টি জেলার প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিক, সমাজকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেন। সূত্র : বাসস।

এ বিভাগের অন্যান্য সংবাদ