নিজস্ব প্রতিবেদক:
চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহীসহ ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, বগুড়া ও রংপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তবে কত সংখ্যক প্লাটুন মোতায়েন করা হয়েছে তা নির্দিষ্ট করে জানায় নি বিজিবি।
তবে মঙ্গলবার (১৬) বিকেলে রাজশাহীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করার বিষয়টি নিশ্চত করেছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী-১ ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল।