রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপন

আপডেট: জুন ৬, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ১০ম আন্তর্জাতিক ইয়োগা দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে নগরীর লালনশাহ পার্কে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসের উদযাপন অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী-হাইকমিশনার মনোজ কুমার, রাজশাহী বিভাগীয়-কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী মহানগর আ’লীগের-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, রাজশাহী জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনীল কুমার সরকার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, রাজশাহী কলেজ’র অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ বিভাগের অন্যান্য সংবাদ