শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
রাজশাহী অঞ্চলে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, মানববন্ধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। গতকাল বুধবার পৃথকভাবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
সাপাহার : জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে গতকাল বিকেল ৫টায় গোডাউনপাড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন করেন নওগাঁ-১ আসনের সাংসদ বাবু সাধন চন্দ্র মজুমদার। উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি ভুট্টু পাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুুল ওয়াহেদ, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, রাজশাহী বিভাগীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যানসহ প্রায় ৫ শতাধিক আদিবাসী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
পত্নীতলা : গতকাল বুধবার বেলা ১০টায় ব্রাক সম্মনিত উন্নয়ন কর্মসূচি সহযোগিতায় ও নসা পত্নীতলা আদিবাসী একতা সংঘের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদর নজিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে হলরুমে এক আলোচন সভায় নসা ছাত্র সংগঠনের সভাপতি জতিৎ টপ্যের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আবদুুল মালেক। এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন পত্নীতলা উপজেলা আ’লীগের সভাপতি ইছাহাক হোসেন, নজিপুর পৌরসভার কাউন্সিলর আবদুল মজিদ, নজিপুর পৌরসভার কাউন্সিলর গৌতম চন্দ্র দে, আদিবাসী সমাজ উন্নয়নের সভাপতি গুলু মূর্মূ, সংগঠনের সাধারণ সম্পাদক সুশী এক্কা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাবু জসেব হেমব্রমসহ আদিবাসী শিক্ষার্থীরা।
জয়পুরহাট : এ উপলক্ষে এদিন সকালে কেন্দ্রীয় মসজিদ সামনে জেলা আদিবাসী পরিষদ এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করে। অন্যদিকে দুপুরে শহরে র্যালি পর পৌরসভার সম্মেলন কক্ষে জাতীয় আদিবাসী বিকল্প সংস্থার উদ্যোগে আলোচনাসভা এবং এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেওয়ান হেমব্রম। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোকাম্মেল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক পৌর প্যানেল মেয়র, বাবু নন্দলাল পার্শী, জেলা এনজিও সংগঠক, ডিএমএসএস নির্বাহী পরিচালক বাবু অপূর্ব কুমার সরকার, জেলা ব্র্যাক প্রতিনিধি আখতার হোসেন, জেলা আদিবাসী বিকল্প উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুনীল উড়াঁও প্রমুখ। মানববন্ধন চলাকালে আদিবাসী সমাবেশে বক্তব্য দেন জেলা আদিবাসী নেতা অ্যাড. বাবুল রবিদাস, বিশিষ্ট শিক্ষাবীদ ও নভেম্বর বিপ্লব শতবর্ষ উদ্যাপন কমিটি, জয়পুরহাট জেলা আহবায়ক নুরুন্নবী, জেলা সিপিবি সাধারণ সম্পাদক এমএ রশিদ, জেলা বাসদ সমন্বয়ক (মার্কসবাদী) ওবায়দুল্লাহ মুসা, জেলা গণফোরাম নেতা মামুনুর রশিদ প্রমুখ।
দিনাজপুর : দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে ফুলবাড়ি উপজেলায় আদিবাসী ইউনিয়ন সমিতির উদ্যোগে আলোচনাসভা ও র্যালির আয়োজন করা হয়। সমিতির আহ্বায়ক সারি সারনা গাঁওতার সভাপতিত্বে বক্তব্য দেন সমাই মূরমু, সুবাস হেমরম, উলসন কিসকু, পরিমল সরেন, শ্রীমান সরেন, রাজেন মার্ডী। সকাল সাড়ে ৯টায় সুজাপুর মডেল স্কুলমাঠ থেকে র্যালি বের হয়ে ফুলবাড়ীর ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ১৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
নওগাঁ: দিবসটি উপলক্ষে গতকাল বুধবার দুপূরে উপজেলায় দানিপুকুর সাধু পৌল নি¤্ন্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে কারিতাস রাজশাহী অঞ্চলের আইসিডিপি প্রকল্পের সহযোগিতায় ও পোরশা উপজেলা আদিবাসী সামাজিক সংগঠন পারগানার আয়োজনে নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ বাবু সাধন চন্দ্র মজুমদারের নেতৃত্বে একটি র্যালি বের হয়। পরে বিদ্যলয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাওড় পারগানা পরিষদের সভাপতি পল্টন হাঁসদার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ছাওড় ইউনিয়ন চেয়ারম্যান ফখরুদ্দীন আলী আহম্মেদ, মেম্বার শ্যামলী রবিদাস, সহ-পারগানা কনৈলিউশ হামদা, আদিবাসী নেত্রী চামেলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেন্ট পর্লস, সিস্টার দিপালী আরেং, কারিতাস আইসিডিপি মাঠ কর্মকর্তা বলাই মারান্ডী, মিখায়েল বারা প্রমূখ। অপরদিকে, উপজেলার সরাইগাছী আদিবাসী গরু খামারে জাতীয় আদিবাসী পরিষদ এবং যুব ও ছাত্র পরিষদ যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি মহেন্দ্র পাহানের সভাপতিত্বে কেন্দ্রীয় জাতীয় আদিবাসী পরিষদ সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, জেল সভাপতি মার্টিন মুরর্ম, সাধারন সম্পাদক রামলাল কেরকাটা, যুব পরিষদের সৌখিন উরাও, ছাত্র পরিষদের সভাপতি রুবেল পাহান ও সাধারন সম্পাদক বর্তিশ খালকো প্রমূখ।