শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
রাজশাহী অঞ্চলে র্যালি, পথসভাসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ‘গণতন্ত্র রক্ষা দিবস’ পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবসটি পালন করা হয়।
বাঘা : এদিন বিকেলে এই দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাঘা শাহদৌলা ডিগ্রি কলেজ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে পথসভায় করে। পথসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্মসম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, প্রভাষক ওহায়েদ সাদেক কবীর, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দস সরকার, সাধারণ সম্পাদক মামুনুর রহমান, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক আবদুল মতিন মতি, জেলা পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য জয়জয়ন্তী সরকার মালতি, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম, আওয়ামী লীগের নেতা আবদুস সামাদ, রাকিব সরকার, সাইফুল ইসলাম, জিল্লুর রহমান, ফজলুর রহমান, দুলাল হোসেন, শফিকুল ইসলাম নান্টু, অধ্যাপক সাইফুল ইসলাম টগর, জাহিদ হোসেন, শ্রমিকলীগের নেতা সাবাজ আলী, মোশারফ হোসেন, যুবলীগ নেতা কামরুজ্জামান নিপন, মোকাদ্দেস আলী, কামরুল হাসান জুয়েল, যুব মহিলা লীগের নেত্রী বিপাসা খাতুন, ছাত্রলীগের নেতা মাইনুল ইসলাম মুক্তা, নাজমুল হোসেন প্রমুখ।
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দিবসটি উপলক্ষে নাচোল পৌর ও উপজেলা আ’লীগের পৃথক পৃথক আয়োজনে বিভিন্ন কর্মসূচির পালিত হয়। গতকাল বিকেল সাড়ে ৩টায় ডাকবাংলো চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনাসভা করে। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাংসদ মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর আ’লীগের সভাপতি ও মেয়র আবদুর রশিদ খান, সাধারণ সমাপাদক আনারুল ইসলাম, রহনপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, ফতেপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, নেজামপুর আ’লীগের সভাপতি আহাম্মেদ আনোয়ার আল্ শহিদ, নাচোল ইউপি আ’লীগ সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা মহিলা আ’লীগের নেত্রী রঞ্জনা রানী, জেলা যুবলীগের সহসভাপতি সাইদুর রহমান বাদল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বজেন্দ্রনাথ মাহাত। এছাড়া উপস্থিত ছিলেন প্রভাষক মসিউর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি জাবির উল আলম ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম, আ’লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামিম প্রমুখ।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, র্যালী ও পথসভার মধ্যদিয়ে কর্মসূচি পালিত হয়। পতাকা উত্তোলন করেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাবেক সাংসদ মু. জিয়াউর রহমান ও নাচোল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। পরে একটি র্যালী পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল বাসস্ট্যান্ড গোল চত্বরে পথসভা করে। পথসভায় বক্তব্য দেন সাবেক সাংসদ মু. জিয়াউর রহমান, নাচোল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়াম্যান আব্দুল কাদের, উপজেলা আ’লীগের যুগ্মসম্পাদক আশরাফুল ইসলাম, কসবা ইউপি আ’লীগের সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, নাচোল ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও প্রতিমা রাণী, জেলা পরিষদের নবনির্বাচিত ৬নং ওয়ার্ডসদস্য রয়েল, নাচোল পৌর কাউন্সিলর ফারুক হোসেন প্রমুখ।
শিবগঞ্জ : এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে আনন্দ র্যালি ও সমাবেশের আয়োজন করে কানসাট ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। কানসাট গোপালনগর মোড় থেকে আনন্দ র্যালি বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে করে। এতে বক্তব্য দেন সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সোনু, কানসাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনাউল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, যুবলীগ সভাপতি রমজান আলী, ছাত্রলীগ কর্মী মিসকাতসহ অন্যরা।
মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে গতকাল বৃহস্পতিবার মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। ঐতিহাসিক মাছ চত্তরে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়েজুল হক বকুলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান ও কৃষিবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান ধলু, সাংগঠনিক সম্পাদক ডা. মজিবর রহমান, উপজেরা যুবলীগের সহসভাপতি অনুকুল সাহা বুদু, যুবলীগ নেতা মাসুদ রানা, ছাত্রলীগ নেতা রিপন বিশ্বাস, সোহাগ, মিঠু ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
রাণীনগর : নওগাঁর রাণীনগরে এদিন সকালে রাণীনগর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে থানা আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, যুগ্মসম্পাদক রেজাউল ইসলাম, গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, বড়গাছা ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রহমান, ব্যবসায়ী আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রোকুনুজ্জামান মোহন, সম্পাদক সোহেব খন্দকার প্রমুখ।
পতœীতলা : নওগাঁর পতœীতলায় এদিন বিকেল ৩টায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আ’লীগ সভাপতি ইছাহাক হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, সহসভাপতি আবদুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, যুগ্মসম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক বজলুর রশিদ, মহিলা আ’লীগের সম্পাদক ফাতেমা জিন্নাহ ঝর্ণা, নজিপুর পৌর আ’লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, উপজেলা আ’লীগের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ (অরুণ), যুবলীগের অন্যতম নেতা শিপন ও বিমান কুমার, উপজেলা ছাত্রলীগের আয়বাহক রুবেল হোসেন ও যুগ্ম আয়বাহক আব্দুল আহাদ প্রমুখ।