রাজশাহী অঞ্চলে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তা পালন

আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ১:০৭ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



’নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীর আশেপাশে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তা পালন করা হয়েছে। গতকাল রোববার শোভাযাত্রা, আলোচনাসভা, মাঠ পর্যায় সেবা প্রদান, খামারি সমাবেশ ও স্কুল ফিডিংসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাটি পালন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা প্রানিসম্পদ অফিসের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা চত্তর থেকে শুরু করে একটি র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দায়িত্বপ্রাপ্ত প্রানিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল কাদের। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১, বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, সাংবাদিক আবদুল লতিফ মিঞা, সহকারি ফিল্ড কর্মকর্তা মিঠু ও ভিএফএ রফিকুল ইসলামের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কম্পাউন্ডার আব্দুর রশিদ. ভিএফএ আব্দুল মালেক, এআই টেকনিসিয়াম, পল্লি প্রাণিসম্পদ চিকিৎসক ও বিভিন্ন খামারিরা।
গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলেক্ষ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা অডিটিরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কামারুজ্জামান মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা ডলি আরো বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সামসুল কবির, উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা, খামার মালিক আব্দুল জাব্বার প্রমুখ।
তানোর : সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে একটি র‌্যালি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রহিম, মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রানী, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার আরাফাত সিদ্দিকি। এসময় উপস্থিত ছিলেন ভিএফএ রফিকুল ইসলাম, কম্পান্ডার রমজান আলী, ফিরোজুর রহমানসহ এআই টেকনিসিয়াম ও বিভিন্ন খামারিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভিএফএ রফিকুল ইসলাম।
মোহনপুর : এ উপলক্ষে র‌্যালিতে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুস সামাদ, উপজেলা কৃষি অফিসার রহিমা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার ফজলুল হক, ভেটোনারি সর্জন ডাক্তার সোহেল রানা প্রমুখ।
বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, মাঠ পর্যায় সেবা প্রদান, খামারি সমাবেশ ও স্কুল ফিডিং এর মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তা পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বনপাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে পরিষদ মিলনায়তনে শেষ হয়। সেখানে ইউএনও ইশরাত ফারজানার সভাপতিত্বে খামারী সমাবেশ ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অন্তিম কুমার সরকার। প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক প্রতিমন্ত্রী সাংসদ অধ্যাপক আবদুল কুদ্দুস। অন্যদের মধ্যে বক্তৃতা করেন প্রাণি চিকিৎসক ডা. উজ্জল কুমার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোবাশ্বির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল প্রামাণিক প্রমুখ। পরে প্রাণিসম্পদ অধিদফতরের পক্ষ থেকে সেবা সপ্তা উপলক্ষে বনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ডিম খাওয়ানো হয়।
শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রাণিসম্পদ দফতরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুজ্জামান, মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, সফল খামারী জুলফিকার আলী, সোনাদ্দি আলী প্রমুখ। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রাণিসম্পদ সপ্তা উপলক্ষে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুধ ও ডিম বিতরণসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাণিসম্পদ দফতর।
পতœীতলা : সকাল ৭টা হইতে বিকেল ৩টা পর্যন্ত পতœীতলা উপজেলা প্রাণিসম্পদ দফতরের আয়োজনে উপজেলার নজিপুর ইউনিয়নের ভাবিচা গ্রামে এক কর্মসুচির আওতায় সেবা প্রদান করা হয়। অনুষ্ঠনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা। সেবা প্রদান পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আবদুল মজিদ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বিএফএ সম সাইদুন নবী, ভিএস ডা. আমিনুল ইসলাম, ভিএফএ ইব্রাহিম হোসেন। এ সেবা কর্মসূচিতে ২২০টি গবাদি পশুকে টিকা, ৩শটি হাঁস-মুরগিকে টিকা, ৫২৪টি গবাদি পশুর ফ্রি চিকিৎসা ও কৃমি নাশক ওষুধ প্রদান করা হয়।
আক্কেলপুর : জয়পুরহাটের আক্কেলপুর বেলা ১১টায় আক্কেলপুরের চকরঘুনাথ বালুদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু কিশোরদের মেধা বিকাশে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়েঅজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ এর ভেটেনারি সার্জন ডা. রাশেদুল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্যামল কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান কমল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান, কৃষিবিদ আবদুল হাকিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শ্রী বিরেন চন্দ্র দাস, সাংবাদিক মেজবা উদ্দিন, বিদ্যালয়ে সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে বিদ্যালয়ের ১২০টি শিশু কিশোরকে তাদের মেধা বিকাশে অভিভাকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পক্ষ থেকে ডিম খাওয়ানো হয়।