রাজশাহী অঞ্চলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তা পালিত

আপডেট: জানুয়ারি ৩০, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



“শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ, শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো”- এ  স্লোগানকে সামনে রেখে গতকাল রোববার রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকায় পালিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তা। এই দিবসকে কেন্দ্র করে র‌্যালি ও আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেইসব আয়োজনের খবর পাঠিয়েছেন আমাদের জেলা ও উপজেলা প্রতিনিধিরা।
বাঘা : সকালে বাঘা হাইস্কুল মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভার আগে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান প্রদক্ষিণ করা হয়। পরে বাঘা হাইস্কুল মাঠে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলী। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মৃনালকান্তির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, উপজেলা ভূমি কর্তকর্তা নাকিব হাসান তরফদার।
কেশরহাট : মোহনপুর উপজেলার কেশরহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের র‌্যালি শেষে শিক্ষা উপকরণের সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদা খাতুনের পরিচালনায় পৌর এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা র‌্যালি নিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক প্রদক্ষিন করে। পরে শিক্ষকরা বিদ্যালয়ের প্রশিক্ষনাগারে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষা উপকরনাদির পরিচয় করিয়ে দেন। র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক আবদুস সাত্তার, প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন, প্রধান শিক্ষক দিপা ম-ল ও মোজাহার আলী।
পুঠিয়া : সকালে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর একটি আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাহীদুল হক প্রমুখ।
তানোর : সকালে একটি র‌্যালি উপজেলা চত্তর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ শেষে তানোর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষার অফিসার আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী। এসময় বক্তব্য দেন,উপজেলা যুব উন্নায়ন কর্মকতা সাদিকুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকতা শহিদুল ইলাম, এ কে এম মাসুদ রানা, আব্দুস সামাদ প্রমুখ।
নাচোল : সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং পৌর এলাকার ১নং ও ২নং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যদের মধ্যে বক্তব্য দেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আকতার, সহকরী শিক্ষা অফিসার ফজলুর রহমান ও আব্দুল মোত্তালিব। রোববার থেকে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সমাবেশ ও শিক্ষা মেলার মধ্যদিয়ে শিক্ষা সপ্তা পালিত হবে।
ভোলাহাট : সকালে তেলীপাড়া স্কুল  থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মুখে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. লোকমান আলী ও সহকারী শিক্ষা অফিসার আব্দুর রহমান।
নাটোর : জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সকালে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান সহ অন্যরা।
বড়াইগ্রাম : সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বনপাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে পরিষদের হল রুমে ইউএনও ইসরাত ফারজানার সভাপতিত্বে ও ইমান হোসেন খোকনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। অন্যদের বক্তৃতা করেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, শিক্ষা অফিসার সিরাজুম মনিরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রাং, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান এএইচএম কামাল, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।
নওগাঁ : পুরাতন কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পিটিআই স্কুলে শেষ হয়। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রসাশক মাজেদা ইয়াসমিন সহকারি পুলিশ সুপার মোহসিন আলী, জেলা প্রথমিক শিক্ষা অফিসার এ কে এম আমিরুল ইসলাম প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ