রাজশাহী অঞ্চলে জাতীয় মৎস্য সপ্তার সমাপনী অনুষ্ঠিত

আপডেট: জুলাই ২৬, ২০১৭, ১২:১৫ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


রাজশাহী অঞ্চলে জাতীয় মৎস্য সপ্তার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার পৃথকভাবে দিবসটি পালন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
পুঠিয়া : এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাজমা নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার”ল ইসলাম জুম্মা। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসার মুনজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহীদুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার সাহেদ আলী, মৎস্যচাষি মুক্তাদের শেখ শরীফ, শুকুর আলী, জুয়েল, মাহমুদুল আমিন রঞ্জু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার উপজেলা ৭ জন মৎস্য চাষিকে ক্রেস্ট উপহার দেন। জাতীয় মৎস্য সপ্তার সাত দিনে বিভিন্ন দিন বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা মৎস্য অফিস।
বাঘা : বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এই সমাপনী অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, নারী ভাইস চেয়ারম্যান ফারহানা দিল আফরোজ র”মি, উপজেলা সৎস্য কর্মকর্তা আমির”ল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সলিমুল্লাহ প্রমুখ। এর আগে সপ্তাব্যাপী মৎস্য মেলার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমস্ত্রী শাহরিয়ার আলম। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, উপজেলায় বছরে মাছের উৎপাদন হয় তিন হাজার ২৮২ মেট্টিক টন। চাহিদা তিন হাজার ৪১০ মেট্টিক টন। ফলে উপজেলার সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় প্রায় দুইলক্ষ জনগোষ্ঠির চাহিদার তুলনায় মাছের ঘাটতি রয়েছে ১২৮ মেট্টিক টন। তবে ২০১৭-১৮ অর্থবছরে তিন হাজার ৪শ মেট্টিক টন উৎপাদন আসা করা হচ্ছে। উপজেলায় মৎস্যজীবীর সংখ্যা এক হাজার ১৬৭ জন ও মৎস্যচাষির সংখ্যা ৬৪০ জন। মৎস্যজীবী সমবায় সমিতি রয়েছে পাঁচটি। উপজেলায় মোট পুকুরের সংখ্যা দুই হাজার ২৯৫টি। এরমধ্যে সরকারি খাস পুকুর রয়েছে ৪৭টি ও ব্যাক্তিমালিকাধীন পুকুর রয়েছে দুই হাজার ২৪৮টি। গত বছরের তুলনায় এই বছর পুকুরের সংখ্যা বেড়েছে ২১টি। মাছ উৎপাদনে রাজশাহী জেলা রোল মডেল ভূমিকা পালন করছে।
শিবগঞ্জ : এদিন বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বর”ন কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। এসময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়েমা খাতুনসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যজীবী সমিতির সদস্য ও মাছচাষিগণ উপস্থিত ছিলেন।
ভোলাহাট : এ উপলক্ষে সোমবার উপজেলা মৎস্য অধিদফতর সংবাদ সম্মেলনের করে। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম বলেন, ভোলঅহাট উপজেলার চাহিদা পুরণ করে দেশের অভ্যন্তরে মাছ সরবরাহ করা হয়। ভোলাহাটে মোট দুই হাজার ছয়শ ১২ মেট্রিকটন মাছ উৎপাদন হয়। উপজেলার মোট এক হাজার ৫শ ৯৫ মেট্রিকটন চাহিদা পূরণ করে অতিরিক্ত ১১৭ মেট্রিকটন মাছ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে। তিনি বলেন, বর্তমান সরকার জেলেদের উন্নয়নে ভোলাহাটের মোট ৮১৮ জন, জেলের মধ্যে ৬১৫জনকে স্মাটকার্ড প্রদান করেছে। বাকীদের দ্রুত স্মাটকার্ড প্রদান করা হবে বলে জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অধিদফতরের ক্ষেত্র সহকারী মাজহারুল ইসলাম, নাজমুল হোদা, লিফ মেরাজুদ্দিন, আনারুল ইসলাম ও মাইনুল ইসলাম। এছাড়া প্রেসক্লাব সভাপতি তাজাম্মুল হক আরাফাত, সাধারণ সম্পাদক গোলাম কবিরসহ অন্যান্য সদস্যগণ।
বাগাতিপাড়া : এদিন দুপুরে বড়াল সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে এবং মৎস্য কর্মকর্তা ইরিনা মৌসুমীর পরিচালনায় অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব জিতু, উপজেলা কৃষি কর্মকর্তা বাবলু কুমার সুত্রধর। অনুষ্ঠানে তিনজন সফল মৎস্যচাষি আবু রায়হান, আবুল কালাম আজাদ ও ইমদাদুল হককে সম্মাননা দেয়া হয়।
আত্রাই : এ উপলক্ষে মূল্যায়ন, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদফতর আয়োজিত মূল্যায়ন, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (অ.দা.) আনোয়ারুজ্জামান, অফিস সহকারি জিয়াউর রহমান জিয়া, ক্ষেত্র সহকারী লাভলী বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামূল বারী রঞ্জু, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলার পাহাড়পুর ভাই ভাই মৎস্য খামারের সত্বাধীকারী মৎস্য চাষি আসাদুজ্জামান ট্রপি, হাটকালু পাড়া গ্রামের আলম সরদার, বিশা ইউপির সমস পাড়া গ্রামের গোপেন চন্দ্র হালদার। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ