রাজশাহী অঞ্চলে নিরাপদ সড়ক দিবস উদযাপন II ‘সবাই মিলে সড়ককে নিরাপদ রাখতে হবে’

আপডেট: অক্টোবর ২২, ২০২৩, ১১:৪৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে রাজশাহী অঞ্চলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই সড়ক পরিবহন আইন, ২০১৮ মেনে সড়কে চলাচল করতে হবে। আইনের যথাযথ প্রতিপালনে সরকার যানবাহন চালকদের জন্যে নিয়মিত প্রশিক্ষণ, ফিটনেস সার্টিফিকেট এবং লাইসেন্স প্রদান করে যাচ্ছে। সবাই মিলে সড়ককে নিরাপদ রাখতে হবে।

বিআরটিএ:
জেলা প্রশাসনের সহযোগিতায় রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজশাহী সার্কেল দিবসটি উদযাপন করে।
সকালে রাজশাহী শিশু একাডেমির সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক শামীম আহমেদ। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়। এরপর নানকিং রেস্তোরাঁর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক শামীম আহমেদ। সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিএ’র রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ, নগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হেলেনা আকতার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর জেলা সভাপতি তৌফিক হাসান টিটু, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান মালিক সমিতির সভাপতি আবুল কালাম, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ আলী প্রমুখ।

নিসচা জেলা শাখা:
নিসচা রাজশাহী জেলার আয়োজনে সকাল ৮টার র‌্যালি ও সমাবেশে সভাপতিত্ব করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাড. তৌফিক আহসান টিটু। র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠানটি উদ্বোধন করেন, নিসচা রাজশাহী জেলা শাখার উপদেষ্টা প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ। র‌্যালিটি নিসচা রাজশাহী জেলা শাখার কাজিহাটা গ্রেটার রোডস্থ কার্যালয় থেকে শুরু হয়ে লক্ষীপুর মিন্টু চত্বর হয়ে সিএন্ডবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় নিসচা রাজশাহী জেলা শাখার কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক প্রকৌ. আরিফুল ইসলাম। র‌্যালি ও সমাবেশের সার্বিক দায়িত্বে ছিলেন, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য সাজদার আলী, অর্থ সম্পাদক প্রকৌ. ময়নুল হক, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কার্যকরী সদস্য ড. সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, জামিলা আফসারী আলম (প্রীতি), প্রকৌ. এমদাদুল হক, মোস্তফা কামাল সনি, মোস্তফা ফেরদৌস হাজরা, যুব বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব, সদস্য আজাদ রেজাউল করিম, আবু তালেব, সবুজ আলী, দেলোয়ারা সাঈদা, আবরার হোসেন (তুহিন), সাইফুল ইসলাম (পিন্টু), আব্দুল্লাহ, সাউদ নিজাম প্রমুখ। পরে সকালে নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাড. তৌফিক আহসান টিটু বিশেষ অতিথি হিসেবে এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমনসহ সকল নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ আয়োজনে র‌্যালি ও সিএন্ডবি মোড় সংলগ্ন নানকিং দরবার হলে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

নওগাঁ:
জেলা প্রশাসনের সহযোগিতায় নওগাঁ বিআরটিএ সার্কেল দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করে। রবিবার (২২ অক্টোবর) কর্মসূচির প্রথমেই বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ বিআরটিএ সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলীসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এহসানুর রহমান ভূইয়া, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবে সভাপতি কায়েস উদ্দিন, বাস পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা কালিমি , ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সালাউদ্দিন খান ও নিরাপদ সড়ক চাই জেলা সংগঠনের সভাপতি রায়হান আলমসহ অন্যরা বক্তব্য দেন।

এদিকে, নওগাঁর পত্নীতলায় দিবস উপলক্ষে র‌্যালি, লিফলেট বিতরণ, আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় মরহুমা জাহানারা কাঞ্চনসহ সকল নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ অক্টোবর) দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উপজেলা কমিটির আয়োজনে উক্ত কর্মসূচি পালন করা হয়। উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড কার্যালয়ে এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংগঠনের আহবায়ক হাসান মুহম্মদ শাহরিয়ার, যুগ্ম-আহবায়ক আব্দুল গফুর, যুগ্ম-আহবায়ক মোর্শেদুল আলম, সদস্য সচিব ইউনুছার রহমান, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ। এসময় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, নিরাপদ সড়ক চাই-নিসচা জেলা শাখার সভাপতি শফিকুল আলম ভোতা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. শাহজামান হক। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি অ্যাড. আব্দুস সমাদ বকুল, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী। সভায় নিরাপদ সড়ক বাস্তবায়নে সকলের সচেতনতা বৃদ্ধি নিয়ে কথা বলেন অতিথিবৃন্দ।

নাটোর:
সকাল ৯টার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে নিরাপদ সড়ক চাই, সড়ক ও জনপথ ও বিআরটিএ’র যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সামনে যায়। সেখানে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান, বিআরটিএ’র সহকারী পরিচালক এফ এইচ এম মঈদুর রহমান, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ অন্যান্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ