রাজশাহী অঞ্চলে প্রাণিসম্পদ সেবা সপ্তা পালন

আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ১২:২৬ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর আশেপাশের বিভিন্ন অঞ্চলে প্রাণিসম্পদ সেবা সপ্তা পালিত হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেবা সপ্তাটির উদ্বোধন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
সিংড়া : নাটোরের সিংড়ায় র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে সপ্তাটি শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দফতরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাংগ কুমার তালুকদার, কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন সুলতানা, ইআই প্রাণিসম্পদ টেকনেশিয়ান আলতাব হোসেন। পরে দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিলচলন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার-পানীয় হিসেবে প্যাকেট দুধ বিতরণ করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান।
গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলমান প্রাণিসম্পদ সেবা সপ্তা উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দফতর আয়োজিত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী। সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলী, সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান লালু, প্রভাষক আতিকুর রহমান, খামারী মাসুদ আহমেদ প্রমুখ।
মান্দা :  নওগাঁর মান্দায় প্রাণিসম্পদ সেবা সপ্তা উপলক্ষে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার চৌরাস্তার মোড়ে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনিসুর রহমান, প্রাণিসম্পদ দফতরের ভিএফএ দেওয়ান ওয়ালী হোসেন পিন্টু, একাব্বর আলী মোল্লা, আবু বকর সিদ্দিক, খামারি রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে ইনডেক্স ইন্টারন্যাশনাল কিন্ডার গার্ডেনের দুই শতাধিক শিক্ষার্থীকে একটি করে মুরগির ডিম খাওয়ানো হয়েছে।
পতœীতলা : সকাল সাড়ে ৯টায় পতœীতলা উপজেলা প্রাণিসম্পদ দফতরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে এক র‌্যালি নজিপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে খামারী সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আবদুল মজিদ, উপজেলা আ’লীগের সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, উপজেলা আ’লীগের সহসভাপতি আবদুল খালেক চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল গাফফার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ দফতরের বিএফএ সম সাইদুন নবী, ভিএস ডা. আমিনুল ইসলাম, ভিএফএ ইব্রাহিম হোসেন, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।
রাণীনগর : উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজরে এই সপ্তা উদযাপন উপলক্ষে এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের সম্পাদক মফিজ উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আবু তালেব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনুর রহমান, ভেটেরিনারী সার্জন ডা. রায়হান নবী, শওকত আলী, আবদুল লতিফ, সুবীর চন্দ্র সরকার, পঙ্কজ কুমার সরকার প্রমুখ।
ধামইরহাট : উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে এবং ওয়ার্ল্ডভিশন ধামইরহাট এডিপির সহায়তায় প্রাণিসম্পদ সেবা সপ্তার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ শহীদ মিনারের পাদদেশে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ সাফিউজ্জামান ভূইয়া। সভায় প্রাণিসম্পদের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান। এসময় প্রেসক্লাব সভাপতি এমএ মালেক, উপজেলা পারগানা সেবাস্তিয়ান প্রমুখ।
আক্কেলপুর : জয়পুরহাটের আক্কেলপুরে সপ্তাটি উপলক্ষে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় আয়োজিত এক বণার্ঢ্য র‌্যালি প্রাণিসম্পদ কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণি সম্পদের ভেটেনারি সার্জন ডা. রাশেদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আখতারের সভাপতিত্বে তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি প্রচুর সম্ভাবনাময় দেশ। এদেশে মাংস, ডিম, দুধের প্রচুর ঘাটতি রয়েছে। যা খামারিদের মাধ্যমে সৎ মনোভাবের প্রচেষ্টায় পূরণ করা সম্ভব। তিনি এই সেবা সপ্তার আয়োজন প্রথমবারের মতো করায় বাংলাদেশের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়। সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আবদুল হাকিম বলেন, এই সেবা সপ্তা সকল প্রকার পশু পাখি এবং প্রাণি সম্পদের চিকিৎসা সেবা বিনা পয়সায় প্রদান করা হবে। সকল খামরী ও ব্যক্তিগত প্রাণি সম্পদ ব্যক্তিদের আক্কেলপুর প্রাণি সম্পদ কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। আরো বক্তব্য দেন পোল্ট্রি ব্যবসায়ী হারুনুর রশিদ রাজা, প্রাণি সম্পদের আয়োজনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সফিউল আলম সফি, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বিরেন চন্দ্র দাস, সংবাদিক মওদুদ আহম্মেদ।
সাঁথিয়া : পাবনার সাঁথিয়া উপজেলা প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে প্রাণিসম্পদ সেবা সপ্তা উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা এবং শিশু শিক্ষার্থীদেরকে ডিম ও দুধ খাওয়ার আয়োজন করা হয়। বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও শিক্ষক আলতাব হোসেনের পরিচালনায় প্রাধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল উদ্দিন। আরো বক্তব্য দেন উপজেলা আ’লীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, আ’লীগ নেতা হাসান আলী খান, অধ্যাপক আবদুদ দাইন সরকার, দিগন্ত এনজিও’র পরিচালক শামসুন্নাহার মুক্তা, রুডো এনজিও’র নির্বাহী পরিচালক শামিম রেজা, মাসুদ রানা, খামারী সেকেন্দার আলী, আক্তারুজ্জামান খোকন, জান্নাতুল নেছা প্রমুখ। পরে সাঁথিয়া ১নম্বর সরকারি মডেল স্কুেলর  ছাত্র/ ছাত্রীদেরকে ডিম ও চক নন্দনপুর ক্যাডেট হাফিজিয়া মাদরাসার ছাত্র/ছাত্রীদেরকে দুধ খাওয়ানে হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ