রাজশাহী অঞ্চলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

আপডেট: এপ্রিল ৩, ২০১৭, ১২:৩১ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



‘স্বকীয়তা আত্মপ্রত্যায়ের পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী অঞ্চলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
তানোর : দিবসটি উপলক্ষে রোববার সকালে একটি র‌্যালি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোজি আরা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা. মোনয়ার সাদিক সাবু, ডা. স্বাগত সূত্রধর, ডা. জেসমিন আরা, পিপি আই জহির উদ্দিন, হিসাবরক্ষক নূরননবী, নার্স নাহিদা আক্তার, মিনতি সরেন, সুলতানা জাহানারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মোহনপুর : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সমাজসেবা ও মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সুইড বাংলাদেশ দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এদিন মোহনপুর উপজলা নির্বাহী অফিসার আলমগীর কবিরের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, প্রধান শিক্ষক দীপিল কুমার তপন, জেলা যুবলীগের সহসভাপতি বেলাল হোসেন সরকার, মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের নির্বাহী পরিচালক সানজিতা রহমান, প্রধান শিক্ষক শারমিন আক্তার, সহকারি শিক্ষক জাকিয়া সুলতানা, কিসমত জাহান, কুলসুম খানম, হাবিবা বিবি, জয়নাল আবেদীন, রাজু আহম্মেদ, সামিরা সুলতানা, রায়হান আহম্মেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাঘা : এদিন সকালে বাঘা বুদ্ধি ও অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) নাকিব হাসান তরফদার। প্রধান শিক্ষক মাজেদুল ইসলামের পরিচালনা উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নবিউল ইসলাম, সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল লতিফ মিঞা, সাংবাদিক নুরুজ্জামান প্রমুখ।
ভোলাহাট :  উপজেলার এফআরএস প্রতিবন্ধি ও অটিজম একাডেমির আয়োজনে একাডেমি চত্বর থেকে র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য পিয়ার জাহান, সাংবাদিক কল্যাণ ফেডারেশনের আহবায়ক গোলাম কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, অধ্যক্ষ দিলারা খাতুন, ইউপি মেম্বার মোজাম্মেল হকসহ অন্যরা।
দিনাজপুর : দিবসটি উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০টায় দিনাজপুর সিভিল সার্জনের আয়োজনে দিনাজপুর জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন। এসময় মাল্টিমিডিয়ার মাধ্যমে অটিষ্টিক শিশুদের উপর নির্মিত সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়। আলোচনা সভায় অটিষ্টিক শিশুদের অভিভাবকদের সঙ্গে পরামর্শমূলক আলোচনা করেন জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আবদুল ওয়াহেদ, গাইনী কনসালটেন্ট ডা. ইসরাত শারমীন, সিনিয়র মেডিকেল কনসালটেন্ট ডা. মো. ওয়াহেদুল হক, উপজেলা স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক ও নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. মো. আজগর আলী। এর আগে সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মীর খায়রুল আলম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় থেকে বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান মিজানসহ দিনাজপুর নার্সিং ইন্সটিটিউটের সদস্যগন অংশ নেন। র‌্যালি ও আলোচনা সভাটি সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ