রাজশাহী অঞ্চলে মাদকসহ গ্রেফতার ১০

আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ১:০৬ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


রাজশাহীর আশেপাশের বিভিন্ন জেলা-উপজেলাতে অভিযান চালিয়ে মাদকসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ইয়াবা, গাঁজা, হেরোইন উপজেলাগুলোর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
দুর্গাপুর : দুর্গাপুরে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে দুর্গাপুর পৌরসদর দেবীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মহিতার থানার টাংগন এলাকার মিজান উদ্দিনের ছেলে রুবেল ওরুফে সেলিম (২৬) ও একই এলাকার বাচ্চু মন্ডলের ছেলে শরিফুল ইসলাম (২৩)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে দুর্গাপুর পৌরসদর দেবীপুর এলাকার সকল রাস্তায় পুলিশের বিশেষ নজরে রাখা হয়। পরে মাদক বিক্রেতারা সকাল সাড়ে ৭টার দিকে দুর্গাপুর বাজার হতে মোটরসাইকেল যোগে তাহেরপুর রোর্ডে যান। এসময় থানা পুলিশ তাদের নজরে রাখে। পরে তারা দেবীপুর এলাকার সাহাবুলের বাড়িতে যায়। সেখানে পুলিশ সাহাবুলের বাড়িতে অভিযান চালিয়ে বিক্রির সময় হাতেনাতে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে থানায় নিয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আলম জানায়, পুলিশ তাদেরকে হাতেনাতে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
গোমস্তাপুর : রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিশির কুমার চক্রবর্তী জানান, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আফাজুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক খায়রুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় টহল দেয়ার সময় উপজেলার চৌডালা ইউনিয়নের হাউসনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে মিজানুর রহমানকে (২৫) ২৫ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক মাদক ব্যবসায়ী বলে তিনি জানান। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা হয়েছে।
মান্দা : নওগাঁর মান্দায় গাঁজাসহ হামিদুর রহমান (৩০) নামে রোববার দুপুরে উপজেলার বৈদ্যপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। হামিদুর রহমান উপজেলার গাংতা নিচপাড়া গ্রামের হানিফ উদ্দিন মন্ডলের ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হামিদুর রহমানকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে একশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
রাণীনগর : নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী পৃথক অভিযানে পিতা-পুত্রসহ ৬ জনকে গ্রেফতারসহ তাদের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মন্সিপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে দুলাল হোসেন (৫৮) ও তার ছেলে সজল (২০), কাশিমপুর চারাপাড়া গ্রামের নাজির প্রাং এর ছেলে ইনতাজ প্রাং (৪৫), এনায়েতপুর গ্রামের কাদের আলীর ছেলে শাহিনুর ইসলাম (২৫), কাশিমপুর হিন্দুপাড়া গ্রামের সুনীল চন্দ্রের ছেলে শ্রী কালিপদ (৩৫), খট্টেশ্বর পশ্চিমপাড়া গ্রামের বাহার আলীর ছেলে আবুল সরদার (৫৫)। এ ঘটনায় রাণীনগর থানায় পৃথক পৃথক ভাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় রাণীনগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জেসমান প্রয়োজনীয় ফোর্স নিয়ে উপজেলার আবাদপুকুর চার মাধা মোড় থেকে দুলাল হোসেন ও তার ছেলে সজল কে তাদের পানের দোকান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে ওই দোকান তল্লাশি করে আড়াইশত গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এছাড়াও উপজেলার কাশিমপুর দফাদারের মোড় থেকে ইনতাজ প্রাং কে ৫২ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। অপরদিকে উপজেলার এনায়েতপুর নগরব্রীজ এলাকা থেকে শাহিনুর ইসলাম ও শ্রী কালিপদকে ১০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। এছাড়াও ওই দিন রাতে উপজেলার খট্রেশ্বর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে আবুল সরদারকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথকভাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা মাদক দ্রব্যের মূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা বলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ