বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
রাজশাহী অঞ্চলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে জাতীয় শোক দিবস। শোক ও শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোকাতুর পরিবেশে একইসঙ্গে স্মরণ করা হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের। প্রতিটি কর্মসূচি থেকেই দাবি উঠেছে বঙ্গবন্ধুর অবশিষ্ট খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচিতে বক্তারা এ দাবি জানান। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
মোহনপুর : রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, মোহনপুর ডিগ্রি কলেজ ও মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের পক্ষ থেকে শোক মিছিল, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালিতে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শুক্লা সরকার, ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, এমাজ উদ্দিন খান, প্রধান শিক্ষক শহিদুল আলম। মুক্তিযোদ্ধা অফিসে দোয়া মাহফিলে উপজেলা কমান্ডার সিদ্দিকুর রহমানের সভাপতি উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শুক্লা সরকার, ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ডলি আক্তার। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজের পরিচালনায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোহনপুর ডিগ্রি কলেজে শোক মিছিল শেষে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, উপাধ্যক্ষ মকবুল হোসেনসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীর উপস্থিত ছিলেন। অপরদিকে মোহনপুর গার্লস ডিগ্রি কলেজে শোক মিছিল শেষে আলোচনাসভা ও দোয়া মাহফিলে অত্র কলেজ অধ্যক্ষ আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি দিলীপ কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আব্দুল আলিম কাজী, প্রভাষক রনি পারভেজ প্রমুখ।
কেশরহাট : কেশরহাট ডিগ্রি কলেজের কর্মসূচিতে দিবসের তাৎপর্য সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বক্তব্য দেন কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, উপাধাক্ষ আনোয়ারুল হক হেনা, সহযোগী অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান। এছাড়াও পৃথক অনুষ্ঠানে বক্তব্য দেন কেশরহাট মহিলা কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, কেশরহাট পৌরসভার প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিক, কেশরহা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষ আশরাফ আলী, কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদা খাতুন।
বাঘা : সকাল ১০টায় দিবসটি উপলক্ষে পররাষ্ট্র রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জাতীয় পতাকা অর্ধমিত রেখে কালো পতাকা উত্তোলন করেন। নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করে একটি শোক মিছিল বের করা হয়। মিছিল শেষে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১, বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল আলম, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আবদুল খালেক প্রমুখ। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের উদ্ভদ্বয় হতো না। তিনি চেয়েছিলেন এই দেশকে সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা করতে। যার রুপদান দিতে চলেছে তাঁর সুযোগ্য কন্যা ও বর্তমান সরকারের মানীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠক সারাদিন বিভিন্ন স্থানে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও দোয়া মাহফিল এবং শোক মিছিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ও তাঁর সহপরিবারের স্মরণে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া আড়ানী ডিগ্রি কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ আশরাফ আলীর সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে আড়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদের নের্তৃত্বে একটি শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাগমারা : শোক দিবসের অনুষ্ঠানে রাজশাহী-৪ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, যারা স্বাধীনতার চেতনা, মুক্তির চেতনা, ভাষার চেতনাকে ধ্বংস করতে জাতির পিতাকে হত্যা করেছে সে সকল স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশের মাটি থেকে তাদের মূল উৎপাটন করতে হবে। বাংলাদেশ এমনি এমনি স্বাধীন হয় নি। কত রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তা আমাদের স্মরণ করতে হবে। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে আঁকড়ে ধরার পাশাপাশি দেশের জনসাধারণকে বঙ্গবন্ধুর ত্যাগ, আদর্শকে বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের স্বাধীনতার ইতিহাস সর্ম্পকে সবাইকে জানিয়ে দিতে হবে। সকাল সাড়ে ১০টার দিকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর কমপ্লেক্সে অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্ব ও মৎস্য কর্মকর্তা এলিজা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, বীরমুক্তিযোদ্ধা খাজা এমএ মজিদ, রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ, ভবানীগঞ্জ পৌর মেয়র আবদুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, মাহাবুবুর রহমান, সিরাজ উদ্দিন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, জেলা পরিষদের সদস্য মাহমুদুর রহমান রেজা,আবু জাফর মাস্টার, নার্গিস বেগম, চেযারম্যান আজাহারুল হক, আবদুল হাকিম প্রাং, উপজেলা আ’লীগের সহদফতর সম্পাদক নুরুল ইসলাম, কৃষক লীগের সভাপতি এমদাদুল হক, যুবলীগের সভাপতি আল-মামুন, সম্পাদক আব্দুল জলিল, ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ হাতেম আলী প্রমুখ। এছাড়াও উপজেলার মাড়িয়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক পালিত হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি আসলাম আলী আসকানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। অপরদিকে উপজেলার মোহনগঞ্জ, মাদারীগঞ্জ, মচমইল, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ, বাগমারা কলেজ, তাহেরপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতীয় শোক দিবন পালন করেন। উপজেলা প্রশাসন, আ’লীগ ও সঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলাদা আলাদাভাবে শোক মিছিল বের করে। মিছিল শেষে নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুুষ্পস্তবক অর্পণ করেন।
দুর্গাপুর : ভোর ৬টায় দুর্গাপুর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেলা সাড়ে ৯টার সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ দুর্গাপুর উপজেলা ও পৌর শাখা সহ সকল অঙ্গ সংগঠন এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান। পরে দুর্গাপুর পৌরসদর এলাকার বিভিন্ন রাস্তা শোক মিছিল প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সাংসদ ও খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজীবুল ইসলাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা ড. বিমল কুমার প্রামানিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকতা বেলাল হোসেন, দুর্গাপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু, ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সম্পাদক শরীফুজ্জামান শরিফ, পৌর ছাত্রলীগের সভাপতি হৃদয় হাসান, সম্পাদক সাখাওয়াত হোসেন কল্লোলসহ সকল অঙ্গ সংগঠনের নেতানেত্রীবৃন্দ। সকল দফতরের দফতর প্রধানগণ। শোক দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও মোনাজাত। দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে দেশত্মাবোধক গান ও বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষণ দিনব্যাপী প্রচার করা হয়েছে। এদিকে, আলোচনা সভায় কিসমত গণকৈড় ইউপি চেয়ারম্যান আফসার আলী মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক সভাপতি ও প্রাক্তন সংসদ সদস্য তাজুল ইসলাম মোহাম্মাদ ফারুক, জেলা আ’লীগের সহসভাপতি আব্দুল মজিদ সরদার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (অব.) চিকিৎসক ও আ’লীগ নেতা মুনছুর রহমান, দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা সৈনিক লীগের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, পৌর সৈনিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক হায়দার আলী প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ : সকালে শহরের সেন্টু মার্কেট চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক সাংসদ আবদুল ওদুদ, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজহিদুল ইসলামসহ আরো অনেকে। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ শহরে শোক মিছিল বের করে। পরে জেলা কার্যালয়ে আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক আবদুল ওদুদ, সহসভাপতি রুহুল আমিন প্রমুখ। অন্যদিকে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসনের আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, ড. মাজহারুল ইসলাম তরু, অ্যাডভোকেট আবদুস সামাদ, ইয়াসমিন সুলতানা রুমা প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।
শিবগঞ্জ : সকাল ৮টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, বিভিন সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোক মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি দেয়। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সাংসদ গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার বজলার রশিদ সোনুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীরা। অপরদিকে একই সময় পৌর আওয়ামী লীগের উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল থেকে একটি শোক মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মাহ্তাব উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, উপজেলা ছাত্রলীগ সভাপতি বেনজির আহম্মেদ সহ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতারা। অন্যদিকে পৌর ছাত্রলীগের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজধারণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম জুম্মা, ছাত্রলীগ কর্মী খাদেমুল ইসলাম রনি প্রমুখ।
নাচোল : উপজেলা প্রশাসনের উদ্যোগে এদিন সূর্যোদয়ের সাথে সাথে জাতীয়পতাকা অর্ধনমিতকরণ ও কাল ব্যাজধারণ, ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ৯টায় শোক মিছিল, সাড়ে ১০টায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচিত্র প্রদর্শন, ১১টায় বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি শীর্ষক আলোচনাসভা এবং বেকার যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয় এবং বাদআসর উপজেলা মসজিদে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে উপজেলা আ’লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে একটি শোক মিছিল বের করে নাচোল সরকারি কলেজ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। পৌর আ’লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হক ও সেক্রেটারি আবদুল কাদের, পৌর আ’লীগের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, আ’লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ। অপরদিকে ইসলামিক ফাউন্ডেশন নাচোল উপজেলা শাখার আয়োজনে পৌরসভা মিলনায়তনে ও মুন্সি হযরত আলী উচ্চবিদ্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বউদ্যোগে জাতীয় শোকদিবসের সাথে সংগতি রেখে আলোচনসভা, কবিতা পাঠ, রচনা প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ভোলাহাট : উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ১৪ আগষ্ট বিভিন্নস্তরের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোজিতা অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট সুর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সাড়ে ৯টায় শোক র্যালী, বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি শীর্ষক আলোচনাসভা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান মাসুদ, ওসি ফাসির উদ্দীন, উপজেলা আলীগ সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল হক, সহসভাপতি আইয়ুব আলী মন্ডল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল হক, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান তারা, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি তাজাম্মুল হক আরাফাত। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাব্বুল হোসেন, আফসার হোসেনসহ অন্যরা। পরে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। সুবিধা মত সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবসের উপর সঙ্গগতি রেখে বিভিন্ন প্রকার প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ’ছাড়া আওয়ামীলীগ উপজেলা শাখা, কৃষকলীগ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, একটি বাড়ী একটি খামার, জামবাড়ীয়া ইউপি, জামবাড়ীয়া যুবলীগ শাখা, মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ পৃথক পৃথক ভাবে শোক দিবস পালন করেন। এদিকে নিরাময় ক্লিনিক শোক দিবস উপলক্ষে প্রি ব্লাড গ্রুপিংএর ব্যবস্থা গ্রহণ করে। এদিকে উপজেলা পরিষদ চত্বর থেকে সাব-রেজিস্ট্রার আবদুল্লা আল মামনের নেতৃত্বে শোক মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে শোক মিছিলটি একই স্থানে এসে শেষ হয়। এসময় সাবরেজিস্ট্রার অফিসে কর্মরত সকল কর্মচারী দলিল লেখকেরা অংশ গ্রহণ করেন। পরে তাদের অফিসে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নাটোর : জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলে দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসন, জেলা পুলিশ, পৌরসভা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠান। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোক মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি গণগন্থাগারে গিয়ে শেষ হয়। এছাড়া জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয়-দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয় ও এক মিনিট নিরবতা পালন শেষে মোনাজাত করা হয়। নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সাংসদ আবদুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফাতেহা পাঠ, মোনাজাত, মিলাদ মাহফিল ও উপাসনালয় বিশেষ প্রার্থনা। অপরদিকে, নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বড়াইগ্রাম : সকালে প্রধান অতিথি হিসেবে ম্যূরালের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ অধ্যাপক আবদুুল কুদ্দুস। বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচির শুরু হয়। পরে শোক র্যালি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। সেখানে ইউএনও ইশরাত ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাংসদ অধ্যাপক আবদুুল কুদ্দুস। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন প্রমুখ। এদিকে পাটোয়ারী জেনারেল হাসপাতালের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পাটোয়ারী হাসপাতালের স্বত্বাধিকারী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ গৌরপদ মন্ডল, সমাজসেবক সোবহান মেম্বার, জাকির সরকার, মনির হোসেন পাটোয়ারী, আবুল কালাম আজাদ, ডা. ফেরদৌস আলম প্রমুখ।
সিংড়া : উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে শোক র্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, অধ্যাপক রাজেন্দ্র প্রসাদ, মাহবুব আলম বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান আঞ্জুুমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াদুদ দুদু, আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আশরাফ্লু ইসলাম প্রমুখ। এসময় সরকারি কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
মান্দা : নওগাঁর মান্দায় এ উপলক্ষে বেলা ১১টার দিকে পরিষদ চত্বর থেকে একটি শোক মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, সহসভাপতি ব্রহানী সুলতান গামা, যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাফিজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী মন্ডল, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী প্রমুখ। পরে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক একই অনুষ্ঠানে ১০ জন যুবক ও যুব মহিলার মাঝে ঋণের ৩ লাখ ৬০ হাজার টাকার চেক এবং ৩৮ জনের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করেন। এর আগে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
রাণীনগর : এদিন দিনব্যাপী কার্যক্রমের অংশ হিসাবে সকালে আ’লীগের দলীয় কার্যালয় থেকে এক শোক মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাকির মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সম্পাদক মফিজ উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চাঁন, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন, সম্পাদক এসএম সাইফুল ইসলাম সজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান মোহন, সম্পাদক সোয়েব হোসেন প্রমুখ। অন্যদিকে আত্রায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক মিছিল বের হয়ে উপজেলার গুরুত্ব সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি জয়া মারীয়া পেরেরা, আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোর্শদ মনিরুজ্জামান, উপজেলা উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মুক্তিযোদ্ধা কমান্ডার আকতারুজ্জামান, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, সনৎ কুমার প্রামানিক প্রমুখ। পরে অতিথিবৃন্দ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
পত্নীতলা : বেলা ১০টায় আ’লীগ দলীয় কার্যালয় হতে র্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শামসুল হক, পত্নীতলা উপজেলা আ’লীগের সভাপতি ইসাহাক হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভপতি বাবু নির্মল চন্দ্র ঘোষ, উপজেলা আ’লীগের সহসভপতি পিজুষ চন্দ্র দাস, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহার ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নজিপুর পৌরসভার কাউন্সিলর আবদুল মজিদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রুবেল হোসেন প্রমুখ।
সাপাহার : উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সর্বস্থরের জনসাধারনের উপস্থিতিতে একটি বিশাল শোক মিছিল সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শেষে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্থরের জনসাধারণের উপস্থিতিতে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়া। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর বিশেষ গুরুত্ব রেখে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, নওগাঁ জেলা পরিষদের সদস্য বাবু মন্মত সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রিপন কুমার সাহা, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, পল্লি উন্নয়ন অফিসার সোলাইমান আলী, প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল আলম, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা হলরুমে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অন্যদিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর বিশেষ গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রফিক উদ্দীন, সাংগঠনিক কমান্ডার আবদুল জব্বার প্রমুখ। আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল পরিচালনা হয়। এসময় উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।