রাজশাহী ইন্টারনেট সার্ভিস এসোসিয়েশনের যাত্রা শুরু

আপডেট: মার্চ ২১, ২০২৩, ২:৫০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


সুষ্ঠভাবে ইন্টারনেট সেবা পরিচালনায় সহায়ক হিসেবে রাজশাহী ইন্টারনেট সার্ভিস এসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে। এই উপলক্ষে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) নগরীর একটি রেস্টুরেন্টে রাজশাহী ইন্টারনেট সার্ভিস এসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী ইন্টারনেট সার্ভিস এসোসিয়েশনের সভাপতি হচ্ছেন, সিনিথিয়া টেলিকমের শহিদুল ইসলাম, সহসভাপতি স্পেস এক্স নেটওয়ার্কের আলিম আল রাজ, পদ্মা অনলাইনের আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন অনলাইনের রেজাউন নাবী ওরফে আল মামুন, সহসাধারণ সম্পাদক মোল্লা এন্টারপ্রাইজের আব্দুস সবুর মোল্লা ওরফে টুটুল, সাংগঠনিক সম্পাদক নর্থ বেঙ্গল অনলাইনের শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ইউনিক অনলাইনের আবুজর গিফারি, দফতর সম্পাদক দেশীবিট’র মাসুম আহমেদ, কোষাধ্যক্ষ এফ এম নেটওয়ার্কের ফিরোজ আহমেদ,

প্রচার সম্পাদক ইনায়া আইটি’র তারিক হোসেন, সদস্য এডভান্স টেলিকমের সোহেল চেীধুরী, আরবিএম’র রনি ও ডিজিটাল ২৪’র উৎসব। পরিচিতি সভায় তারা একত্রিত হয়ে গ্রাহকদের ইন্টারনেট সেবা সর্বোচ্চ পর্যায়ে পৌঁচ্ছে দেয়ার জন্য কাজ করে যাবেন। সেই সাথে গ্রাহকরা যাতে করে ইন্টারনেট সেবার ক্ষেত্রে প্রতারণা শিকার না হয়। সে দিকে নজর দিয়ে সমস্যার সমাধান করার জন্য নিরলসভাবে কাজ করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ